15-08-2022, 03:14 PM
(15-08-2022, 02:31 PM)Baban Wrote:ধামাকা এন্ট্রি যদি দিতেই হয় তবে একবার শুধু ভেবে নিতে হবে এমন একটা ছেলে আজ বড়ো হয়ে গেলো যার অতীত বীভৎস, যাকে খেলাধুলা ও বাবা মায়ের হাত ধরে হাঁটার বয়সে এমন কিছু ভয়ানক মুহূর্তের সাক্ষী হতে হয়েছে যেটা ভাবাই যায়না। তার ছোটবেলা শেষ হয়ে গেছে কিছু শয়তানদের ষড়যন্ত্রের শিকার হয়ে। সেই ছোট গোগোল আজ আরও ম্যাচুর হচ্ছে,অনেক কিছু আরও পরিষ্কার ভাবে বুঝতে শিখছে, অনুভব করতে শিখছে, নিজের আসল রূপ, মনে ভাব, ক্রোধ, ইচ্ছে লুকোতে শিখছে। বুক ভর্তি আগুন নিয়েও হাসতে শিখছে।
এই প্রত্যেকটা বিষয় কিন্তু নিজের মতো করে এই পর্বে পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরেছি স্যার।