15-08-2022, 03:00 PM
(15-08-2022, 01:52 PM)Bumba_1 Wrote: আমাদের গোগোলের ধামাকেদার এন্ট্রির কথা ভাবিইনি। এখন তোমার কথা শুনে একটু হলেও মনে হচ্ছে ভাবলে বোধহয় ভালো হতো। যাইহোক, যা হয়ে গেছে তাকে তো আর পাল্টানো সম্ভব নয়। তবে ভবিষ্যতে এমন ধামাকেদার অনেক কিছু হবে, যা আবার তুমি/তোমরা কল্পনাতেও আনতে পারোনি।
আর প্রেমের দৃশ্য লেখার সম্পর্কে বলি .. দিন দুয়েক আগে এই ফোরামেরই একজন সদস্য আমাকে হোয়াটসঅ্যাপে বলছিলো "তুমি সব জিনিসে হাত দিয়েছো এবং অনেকাংশে সফলও হয়েছো। কিন্তু একটি মাত্র ছোটগল্প ছাড়া প্রেমের গল্প লিখতে পারোনি বা চাও নি। আমি আমার কথা বলে দিলাম, এবার দেখো তুমি কি করবে.." কথাটা শুনে ওকেও আমি বললাম "চাপ নেহি লেনে কা, দেখাই যাক না কি হয়।"
শুনে তো ভালোই লাগলো, অপেক্ষায় থাকবো।
(15-08-2022, 02:31 PM)Baban Wrote:আমার কিন্তু মনে হয় যেটা দেখানো হয়েছে সেটাই সঠিক। যদিও আমি জানিনা সঞ্জয় দা কিরকম ধামাকা এন্ট্রির কথা বলেছেন। কিন্তু আমি মনে করি এটা তো আর ভিজ্যুয়াল হিসাবে আমরা দেখছি না, পুরোটাই লেখনীর মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কে কল্পনা করে নিচ্ছি। হ্যা ফিল্ম হলে অবশ্যই একটা দারুন এন্ট্রি শট রাখা যেত কিন্তু এক্ষেত্রে বাস্তবিক ভাবে রাখাটাই ঠিক বলে মনে করি, নইলে শুরু থেকেই এমন ভাবে পুরো গল্পর সূচনা করতে হয় যাতে পরবর্তীতে এমন দৃশ্য রাখা যেতে পারে। কিন্তু গল্পে অত্যাধিক স্টাইলিশ ব্যাপারটা আবার কেমন যেন অদ্ভুত লাগে, ওটা ফিল্মেই মানায়।
ধামাকা এন্ট্রি যদি দিতেই হয় তবে একবার শুধু ভেবে নিতে হবে এমন একটা ছেলে আজ বড়ো হয়ে গেলো যার অতীত বীভৎস, যাকে খেলাধুলা ও বাবা মায়ের হাত ধরে হাঁটার বয়সে এমন কিছু ভয়ানক মুহূর্তের সাক্ষী হতে হয়েছে যেটা ভাবাই যায়না। তার ছোটবেলা শেষ হয়ে গেছে কিছু শয়তানদের ষড়যন্ত্রের শিকার হয়ে। সেই ছোট গোগোল আজ আরও ম্যাচুর হচ্ছে,অনেক কিছু আরও পরিষ্কার ভাবে বুঝতে শিখছে, অনুভব করতে শিখছে, নিজের আসল রূপ, মনে ভাব, ক্রোধ, ইচ্ছে লুকোতে শিখছে। বুক ভর্তি আগুন নিয়েও হাসতে শিখছে।
ব্যাস শুধু নিজের মনে এই পয়েন্ট গুলো ভেবে নিলেই মনে হবে ধামাকা এন্ট্রি হয়ে গেছে।
ধাঁসু এন্ট্রি বলতে আমি বোঝাতে চেয়েছিলাম কোনো একটা ঘটনার মধ্যে দিয়ে বড় গোগোলের আত্মপ্রকাশ ঘটবে। অর্থাৎ গল্পের নায়িকার সঙ্গে প্রথম interaction, কোনো বিপদের হাত থেকে নায়িকাকে বাঁচাতে গিয়ে প্রথম দেখা যাবে বড় গোগোলকে কিংবা এলাকার কোনো খেলায় হঠাৎ করেই আত্মপ্রকাশ ঘটবে তার। এই ভাবেই দেখতে চেয়েছিলাম ব্যাপারটা। তবে আপনার কিছু কথার সঙ্গেও আমি একমত।