15-08-2022, 11:53 AM
গোগোল ফিরে এলো, তাই আমিও ফিরে এলাম। কিছু সময়ের জন্য মনে হয়েছিল গল্পটা তার নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। শেষ হাসি হাসবে গোগোলই, তবে তার একতরফা জয় দেখাবেন না, কারণ ভিলেনরাও তো কম শক্তিশালী নয়। মাঝে কেটে গেছে সাতটি বছর, গোগোলের সাথে সাথে তারা নিশ্চয়ই আরও শক্তিশালী হয়েছে। নায়কের জয় ও পরাজয় দুটোই থাকলে গল্পটা আরও বাস্তবসম্মত হবে। আর হিয়া নামটা কিন্তু চমৎকার।