15-08-2022, 11:23 AM
(This post was last modified: 15-08-2022, 11:24 AM by Sanjay Sen. Edited 1 time in total. Edited 1 time in total.)
সবাই প্রায় একই ধরনের মন্তব্য করেছে দেখছি। হ্যাঁ ভালো তো অবশ্যই হয়েছে এই পর্বটি। বিশেষ করে হিয়ার সঙ্গে গোগোলের দেখা হওয়ার পর ওদের প্রথম অভিব্যক্তি এবং সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বড় হয়ে যাওয়া গোগোলের কঠিন কঠোর মানসিক পরিবর্তনের বর্ণনা - এগুলো বরাবরের মতোই দুর্দান্ত করেছো তুমি। আসলে উপমা এবং চারিত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে তোমার লেখা বরাবরই সেরা, এই ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। তবে যেটা বলার আছে সেটা হলো - বড় হওয়ার পর এই গল্পে গোগোলের entry একটু জাঁকজমকপূর্ণ হওয়া উচিত ছিল। যাকে বলে ধাঁসু এন্ট্রি। কিন্তু অধিকতর বাস্তবসম্মত করতে গিয়ে সেই জিনিসটা তুমি করোনি, কিন্তু করা উচিত ছিল বলে মনে করি। বাকি আর কিছু বলার নেই, দুর্দান্ত এপিসোড। আর একটা কথা, অসমাপ্তর পর সেই অর্থে এই ফোরামে কোনো গল্পেই কোনো প্রেমের sequence দেখাতে পারোনি, আশা করি এই উপন্যাসে ভবিষ্যতে সেই রকম কিছু পাবো।