14-08-2022, 09:53 PM
(This post was last modified: 14-08-2022, 09:55 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
আমি জানিনা কার কতটা কেমন লাগবে কিন্তু আমার কাছে আজকের পর্বটি অন্যতম সেরা পর্ব ছিল! জাস্ট দুর্দান্ত! সবরকম মালমশলার ভারসাম্য বজায় রেখে সুস্বাদু এক পদ। সাথে পোস্টারটিও দারুন লাগলো। আমার আবার এই ধরণের আর্ট বেশ ভালো লাগে তাই হয়তো।
মাকে হারিয়ে আরেক মাকে পাওয়া, গোগোলের স্লিপ প্যারালাইসিস এর ভয়ানক অভিজ্ঞতা, মৌমিতার পরিবর্তন ও বিকৃত মানসিক পরিবর্তন যেমন ছিল তেমনি ছিল এক নতুন ফুলের আবির্ভাব যে হয়তো ওই গোগোলকে নিজের করে নেবার যোগ্যতা রাখে। মা ছাড়াও আরেক নারী যে হয়তো তার ভবিষ্যত হতে পারে।
আর শেষে ওই কুত্তা..... ইয়ে সরি মানে নিশীথ সাথে বাবুর মহান সব জ্ঞানের কথা। সত্যিই এই চরিত্রটা কিন্তু দারুন ভাবে লিখেছো। সে আমাদের নানা ভাবে রক্ত গরম করতে সক্ষম। তা সে উত্তেজক কথাবার্তা হোক কিংবা দুস্টুমি কিংবা নিজের আসল রূপ সম্পূর্ণ লুকিয়ে অন্যের কাছে মহান হয়ে থাকা ও প্রয়োজনে জ্ঞানের বুলি দিয়ে মনপ্রাণ ভরিয়ে দেওয়া হোক।