14-08-2022, 08:54 PM
(14-08-2022, 01:45 AM)pro10 Wrote: এই গল্পটা আগে পড়িনি। কেন পড়িনি জানিনা। তবে একদিকে ভালই। একসাথে পড়ে নিলাম। অপেক্ষা কম করতে হল। মিষ্টি সুন্দর সেক্সি গল্প।
দুটো প্রশ্ন রিতা বা তনয়া অত সহজে কি করে মিশে গেলো বিয়েতে?
মানে জেলাস হল না? ওটা খানিকটা অবাক করলো আমায়। যেন খাপে খাপ টাইপ।
বাই দা ওয়ে আমার মন বলছে বিয়ে বাড়িতে পল্লবীর সাথে কিছু ঘটবে! যেটার ফল খুব একটা সুখদায়ক হবে না!
লাস্টলি রাই এর মত কেউ খুব একটা পাওয়া যায়না আজকের দিনে। পুরুষ হোক বা নারী উভয় ক্ষেত্রেই বলছি। এত গভীরতা সবার থাকেনা। yes there can be exception and always is.
আপনার জীবনে এমন কোন রাই আছে? নাকি সবটাই কল্পনা!
রিতা তনয়া কথটা আপনিই বললেন, আর ওরা কি করবে সেটা নতুন পর্বে জানা যাবে,
আর হ্যাঁ এমন একটা রাই আমার জীবনে আছে তবে আমার হয়ে নয়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।