13-08-2022, 11:54 PM
(13-08-2022, 11:22 PM)nextpage Wrote: আমরা কথায় কথায় বলি ওকে আমার চেয়ে ভালো কেউ চেনে না।
আচ্ছা সত্যিই কি মানুষ কে চেনে জেনে শেষ করা যায় কি??
মানুষ নিজেই হয়তো নিজেকে মৃত্যুর আগ পর্যন্ত জেনে শেষ করতে পারে না।
তুমি সেটারই একটা অংশ দেখালে আছে সুবিমল আর তার স্ত্রীর রতিক্রিয়া মাধ্যমে। ভীষণ উত্তেজক সঙ্গম বর্ণনা করলে যেটা শরীরে আনাচে কানাচে সুড়সুড়ি দিতে দেরি করে না।
আর তোমার গল্পের নাম কেন নষ্ট সুখ সেটাও আজ বুঝিয়ে দিলে। সেটা সম্পর্কে বুম্বা দা সুন্দর কথা বলেছে।
একদমই মনের কথা বললে ভায়া। মানুষ সারাজীবনে নিজেই নিজেকে পূর্ণ রূপে চিনে উঠতে পারেনা। সম্ভব নয়। কতকিছু অজানা থেকে যায়। তার সামান্য অংশ মাত্র তীব্রতা পেয়ে বেরিয়ে আসে নানা ভাবে, নানা পরিস্থিতিতে। সেটা কতটা ভালো কতটা মন্দ সেটা সেই রূপের ভাবনার ওপর নির্ভর করে। আজকের পর্ব এমনই এক রূপের বহিঃপ্রকাশ মাত্র। ধন্যবাদ ♥️