12-08-2022, 10:55 AM
(11-08-2022, 04:36 PM)Baban Wrote:দস্যি - বাবান
ছিলি তুই যে এত্তোটুকুপুতুল যেন একটা মোটুপারতিস না বলতে কথামোটকু শরীরে মোটা মাথাএদিক ওদিক তাকিয়ে দেখাআমাকে দেখে নকল শেখাচোখ পিটপিট আর ঠোঁটের হাসিযেন নীল বালক যার হাতে বাঁশিভুলভাল কিযে তুই বলতিসঘুম থেকে উঠে চোখ ডলতিসযেই তোকে আমি কোলেতে নিতামতোর মায়ের বকুনি খেতামঅবশ্য সে যে মা আমারইতুই এসে ব্যাটা ভাগ বসালিরাগ হতো খুব তোর ওপরখেতিস যখন মায়ের আদরআমি ছিলাম মায়ের মামনিমিষ্টি দুস্টু মেয়ে সোহিনীকিন্তু ব্যাটা তুই আসার পরেইবড়ো হয়ে গেলাম হটাৎ করেইপাল্টে গেলো মায়ের আদরসব তোর জন্য উল্লুক বাঁদরআর বসিনা মায়ের কোলেভুল করলেই কান দিতো মুলেতুই হাসতিস খিলখিলিয়েইচ্ছে করতো দি পিটিয়েমায়ের ওই চোখ রাঙানিতাই কিছু করতে পারিনিদুস্টু ছিলি তুই শয়তান ব্যাটাআমার থেকে ছিলি যে নাটাসেই যেবারে পা ভাঙলিমামা করে কত কাঁদলিবাবার চিন্তা মায়ের সোহাগসেটাই ছিল ব্যাথার খোরাককিন্তু তুই জানিসও নিসেদিন শুধুই ওরা কাঁদেনিএই দিদিরও ছিল চোখে জললাল চোখ করেছিল ছলছলসব লুকিয়ে এসেছিলামতোর পাশেতে বসেছিলামব্যাথায় আমার হাতটা ধরেবলেছিলি দিদি গেলাম মরেমুখ চেপে তোর দিয়েছিলামভয় কি সেদিন বুঝেছিলামঠাকুর ঘরে আমি লুকিয়েউঠেছিলাম আমি কোকিয়েওগো ঠাকুর আমার একটা বায়নাভাইকে ঠিক করে দাও আর কিছু চাইনাশুনে ছিল ঠাকুর আমার কথাকমে গেছিলো তোর যে ব্যাথাআমার ভাইটা আবার উঠেফিরে গেছিলো মায়ের বুকেতাতেই আমি সুখী ছিলামযদিও রেগেই তাকিয়েছিলামহতচ্ছাড়া মোটকু বাঁদরঠান্ডায় যে জড়িয়ে চাদরআমার মুখে ভুতের গল্পশুনে কাঁপতিস ভয় অল্পরাতে আমায় শুতি জড়িয়েবুকটা যেত খুশিতে ভোরেঘুম পাড়িয়ে দিতাম তোকেভীতু বাচ্চা বলে হালকা বোকেআজ কত্ত বড়ো আমার সে ভাইনেই মোটকু, লম্বু তাগড়াইদাঁড়িয়ে আজ নিজের দুই পায়েএগিয়েছে নিজের যোগ্যতায়আজও নিজের হাত যে বাড়ায়দিদির কোলে মুখ লোকায়ভাইতো নয় যেন আমার ছেলেএইভাবেই যেন এগিয়ে চলেগেছে সে যে দূরের দেশেকাজের সূত্রে উড়ে ভেসেআজকে সে যে দেশে ফিরবেএসেই আমায় জড়িয়ে ধরবেসেই যে যেমন ছোটবেলায়দিদির পিঠে ভাইটা লাফায়হতচ্ছাড়া জ্বালিয়েছে কম?সামলাতে অনেক বেরিয়েছে দমমনে পড়লেই ভোরে ওঠে আঁখিফিরবে ভাই, আজ যে রাখি
#বাবান
Darun darun!