11-08-2022, 07:51 PM
(This post was last modified: 13-08-2022, 07:08 PM by আমিও_মানুষ. Edited 1 time in total. Edited 1 time in total.)
ঠিক সেই সময়েই দরজার ঘণ্টি বাজল ! তাড়াহুড়ো করে কোনরকমে বারমুডা গলিয়ে নিয়ে দরজা খুলে দেখল বেয়ারা দাঁড়িয়ে আছে ! " কি ব্যাপার ?"
- স্যার ডিনার কি এখনই করবেন নাকি আরও পরে? যদি করতে চান তাহলে টপ ফ্লোরে আমাদের ক্যাফেটেরিয়া আছে সেখানেও ব্যবস্থা আছে !
হাতঘড়িতে দেখল সাড়ে নটা বাজে ! "তুমি চল ! আমরা আসছি ! " দরজা বন্ধ করে দিয়েই সুতপার গালে হাল্কা একটা চুমু খেলো সুদীপ ! একটু মনে হয় ঘুমিয়ে পড়েছিল সুতপা ! সুদিপের স্পর্শে চোখ খুলে তাকাল ! " চল খেতে যেতে হবে ! অনেক সময় হয়ে গেছে ! "
সুতপা তৈরি হয়ে দুজনে হোটেলের লিফট এ উঠে টপ ফ্লোরে পৌঁছে গেলো ! বিরাট বড় ক্যাফেটেরিয়া ! কম করে ১০০ জনের বসার ব্যবস্থা করা আছে ! বুফে সিস্টেমের ব্যবস্থা ! সব সাজান আছে ! যার যা খুশি নিয়ে নাও ! বুফের কাছেই ছোটখাটো একটা লাইন পরে গেছে খাবার নেবার জন্য ! সুতপাকে একটা টেবিলে বসিয়ে দিয়ে দুটো প্লেট নিয়ে সুদীপও লাইন দিলো !
অনেক গুলো পদ আছে ! নানারকম মাছের উপকরন, সাথে চিকেন, রুটি ভাত ডাল মিষ্টি সবই আছে ! যা অবস্থা তাতে দুটো প্লেট একসাথে নেওয়া সম্ভব নয় ! তাই একটা প্লেট সাইডে রেখে দিলো সুদীপ ! সব রকমের পদ একটু একটু করে প্লেটে তুলল ! সাথে রুটি আর একটু ভাত, মিষ্টি নিয়ে সুতপার কাছে ফিরে এলো ! এতক্ষন সুতপা ওকেই খুঁজে যাচ্ছিলো ! সুদীপকে দেখতে পেয়ে যেন ধরে প্রান ফিরে এলো ! "তুমি খেতে শুরু করো ! আমি আমারটা নিয়ে আসছি ! প্লেটে খাবারের বহর দেখে সুতপা আঁতকে উঠল ! এতো খাবার কে খাবে? থাক আগে সুদীপ আসুক তারপর খাওয়া যাবে ! ওদিকে সুদীপ আবার লাইনে দাঁড়িয়ে ! হটাত চোখে পড়লো স্বপন দা ঠিক ওর সামনেই দাঁড়িয়ে আর তার সামনে সেই লাস্যময়ী ! কিছু বলতে ইচ্ছা হলনা সুদিপের ! আগে ফিরে যাক তারপর হাতে হাঁড়ি ভাঙবে ! নিজের খাবার নিয়ে টেবিলে ফিরে আসতেই দেখল সুতপা শান্ত হয়ে বসে আছে ! খাওয়া শুরু করেনি ! " কি হোল খাওনি কেন?" তোমার আসার অপেক্ষায় বসে আছি ! " তারাতারি খেয়ে নাও ! খাবার ঠাণ্ডা হয়ে যাবে ! "
দুজনেই খাবারে মননিবেশ করলো ! সুতপা বেশ তৃপ্তি করে খাচ্ছে ! জীবনে কোনোদিন হোটেলে খায়নি ! বা খাবার সুযোগ হয় নি ! পাড়াগ্রামের মেয়ে জীবনে গ্রামের বাইরে যায় নি ! আজ প্রথম বেরিয়েছে সদ্য বিয়ে করা স্বামির সাথে ! জীবনে প্রথম কোনও হোটেলে খাচ্ছে ! বিয়ের আগে গ্রাম থেকে কোথাও যায়নি সে ! বিয়ের পর তার জীবনটাই রঙ্গিন হয়ে গেছে ! নিজের ঘর সংসার, প্রথম প্লেনে চাপা ! প্রথম এতো বড় হোটেলে থাকা সবই যেন স্বপ্নের মতো লাগছে সুতপার কাছে ! ভাবতে ভাবতেই বেশ তৃপ্তি করেই খাচ্ছে সুতপা !
- কি গো কেমন লাগছে ?
আচমকা সুদিপের প্রশ্নে সম্বিত ফিরল সুতপার ! গভির চোখে সুদিপের দিকে চেয়ে বলে উঠল " সব যেন স্বপ্ন মনে হচ্ছে ! জীবনে এইসব জিনিস স্বপ্নেও ভাবিনি ! আজ সব আমার সামনে ! সত্যি আমি খুব সুখি ! আর সেটা তোমার জন্য ! জীবনে কোনোদিনই ভাবিনি যে প্লেন চাপব ! এতো বড় হোটেলে থাকবো ! সমুদ্র দেখবো ! এতো ভালো ভালো খাবার খাবো ! তোমার এতো ভালোবাসা পাবো ! এ সবই এখনো আমার স্বপ্ন মনে হচ্ছে ! "
সুতপার গালটা একটু ধরে নারিয়ে দিয়ে বলল " ওরে আমার রানী ! তোর জন্য সব করতে পারি ! তুই শুধু আমার ! আমার সব স্বপ্ন সুখ সব কিছুই তুই ! সারাজীবন যেন এই ভাবেই হেসে খেলে আমার সামনে আসিস ! আমার বুকে মাথা রেখে আমার সব কষ্ট দুঃখ সব কেড়ে নিস ! " দু ফোঁটা চোখের জল হয়তো গড়িয়ে পড়লো সুতপার গালে ! আঙ্গুল দিয়ে মুছিয়ে দিলো সুদীপ ! "কথা দিলাম এই চোখ আর কোনোদিন জল ফেলবে না !" বলেই সুদীপ বাঁ হাত দিয়ে সুতপার বাঁ হাতকে চেপে ধরল !
খাওয়া দাওয়া শেষ ! সুতপাকে নিয়ে বেড়িয়ে একটু সমুদ্রের হাওয়া খেতে বেরুলো সুদীপ ! বাঁ দিকে সুদিপের একটা হাত দুই হাত দিয়ে জরিয়ে সুতপা ! আধো অন্ধকারে দুজনেই হেঁটে চলেছে ! একটা টিলার নিচে দাঁড়ালো দুজনে ! এখান থেকে সমুদ্র কে আরও কাছে মনে হচ্ছে ! সমুদ্রের বুকে অনেক আলো ভেসে বেড়াচ্ছে ! সুতপা সেই দিকে আঙ্গুল দেখিয়ে জিজ্ঞাসা করলো " ওই আলো গুলো কিসের ?"
- ওগুলো মাছ ধরার নৌকার আলো ! ওরা মাছ ধরতে গেছে !
- আমাদের ওখানে তো কেউ রাতের বেলায় মাছ ধরেনা ! এরা কেন রাতের বেলায় মাছ ধরছে ?
- হাহাহাহা আরে পাগলি ! তোমাদের ওখানে পুকুর ! ছোট জায়গা ! হয়তো একবার কি দুবার জাল ফেললে যা মাছ ওঠে তাতে পুরো গ্রামের হয়ে যায় ! কিন্তু এটা সমুদ্র ! এখানে জাল ফেলা হয় রাতের বেলায় ! এখান থেকে যা মাছ পাওয়া যায় তাতে পুরো গোয়ার তথা আশে পাশের এলাকার এবং বিদেশে মাছ সাপ্লাই করা হয় !
- এতো মাছ কত লোকে খায়?
- এই যে তুমি মাছ খেয়ে এলে সেটাও এখান থেকে এসেছে !
আরও কিচ্ছুক্ষণ সুতপার পাগলের প্রলাপ বাঁ প্রশ্ন শোনার পর সুদীপ বলল চল এবার হোটেলে ফিরে যাই !
হোটেলের রুমে ফিরে আসার পর সুতপা নিজের নাইটি নয়ে বাথরুমে চলে গেলো ! ঠিক তখনই সুদিপের মনে পড়লো হোটেল থেকে বেরুবার আগে হোটেলের এক বেয়ারা ওর হাতে একটা চিরকুট গুঁজে দিয়েছিল ! তখন না দেখে শুধু পকেটে ঢুকিয়ে নিয়েছিল ! চিরকুট খুলে শুধু দেখল লেখা আছে রাত ১১ টা ! চ্যানেল ১৮৭।
একটু ধন্দে পড়ে গেলো সুদীপ ! রাত এগারোটা ! চ্যানেল ১৮৭ কি হতে পারে ? ঠিক তখনই ওর খেয়াল হোল সামনের দেওয়ালে আটকে থাকা টিভি দেখে ! টিভির চ্যানেলের কথা তো বলেনি ?
তারাতারি সুদীপ টিভি অন করলো ! একটা হিন্দি মুভি চলছে ! ১৮৭ তে দিতেই স্ক্রিনের উপর লেখা উই উইল বি ওপেন এট ২৩ আওয়রস ! তারাতারি সুদীপ ঘড়ি দেখল ! আর মাত্র দশ মিনিট বাকি আছে এই চ্যানেল খুলতে ! তারাতারি নিজের ড্রেস চেঞ্জ করে বসে গেলো টিভির সামনে !
- স্যার ডিনার কি এখনই করবেন নাকি আরও পরে? যদি করতে চান তাহলে টপ ফ্লোরে আমাদের ক্যাফেটেরিয়া আছে সেখানেও ব্যবস্থা আছে !
হাতঘড়িতে দেখল সাড়ে নটা বাজে ! "তুমি চল ! আমরা আসছি ! " দরজা বন্ধ করে দিয়েই সুতপার গালে হাল্কা একটা চুমু খেলো সুদীপ ! একটু মনে হয় ঘুমিয়ে পড়েছিল সুতপা ! সুদিপের স্পর্শে চোখ খুলে তাকাল ! " চল খেতে যেতে হবে ! অনেক সময় হয়ে গেছে ! "
সুতপা তৈরি হয়ে দুজনে হোটেলের লিফট এ উঠে টপ ফ্লোরে পৌঁছে গেলো ! বিরাট বড় ক্যাফেটেরিয়া ! কম করে ১০০ জনের বসার ব্যবস্থা করা আছে ! বুফে সিস্টেমের ব্যবস্থা ! সব সাজান আছে ! যার যা খুশি নিয়ে নাও ! বুফের কাছেই ছোটখাটো একটা লাইন পরে গেছে খাবার নেবার জন্য ! সুতপাকে একটা টেবিলে বসিয়ে দিয়ে দুটো প্লেট নিয়ে সুদীপও লাইন দিলো !
অনেক গুলো পদ আছে ! নানারকম মাছের উপকরন, সাথে চিকেন, রুটি ভাত ডাল মিষ্টি সবই আছে ! যা অবস্থা তাতে দুটো প্লেট একসাথে নেওয়া সম্ভব নয় ! তাই একটা প্লেট সাইডে রেখে দিলো সুদীপ ! সব রকমের পদ একটু একটু করে প্লেটে তুলল ! সাথে রুটি আর একটু ভাত, মিষ্টি নিয়ে সুতপার কাছে ফিরে এলো ! এতক্ষন সুতপা ওকেই খুঁজে যাচ্ছিলো ! সুদীপকে দেখতে পেয়ে যেন ধরে প্রান ফিরে এলো ! "তুমি খেতে শুরু করো ! আমি আমারটা নিয়ে আসছি ! প্লেটে খাবারের বহর দেখে সুতপা আঁতকে উঠল ! এতো খাবার কে খাবে? থাক আগে সুদীপ আসুক তারপর খাওয়া যাবে ! ওদিকে সুদীপ আবার লাইনে দাঁড়িয়ে ! হটাত চোখে পড়লো স্বপন দা ঠিক ওর সামনেই দাঁড়িয়ে আর তার সামনে সেই লাস্যময়ী ! কিছু বলতে ইচ্ছা হলনা সুদিপের ! আগে ফিরে যাক তারপর হাতে হাঁড়ি ভাঙবে ! নিজের খাবার নিয়ে টেবিলে ফিরে আসতেই দেখল সুতপা শান্ত হয়ে বসে আছে ! খাওয়া শুরু করেনি ! " কি হোল খাওনি কেন?" তোমার আসার অপেক্ষায় বসে আছি ! " তারাতারি খেয়ে নাও ! খাবার ঠাণ্ডা হয়ে যাবে ! "
দুজনেই খাবারে মননিবেশ করলো ! সুতপা বেশ তৃপ্তি করে খাচ্ছে ! জীবনে কোনোদিন হোটেলে খায়নি ! বা খাবার সুযোগ হয় নি ! পাড়াগ্রামের মেয়ে জীবনে গ্রামের বাইরে যায় নি ! আজ প্রথম বেরিয়েছে সদ্য বিয়ে করা স্বামির সাথে ! জীবনে প্রথম কোনও হোটেলে খাচ্ছে ! বিয়ের আগে গ্রাম থেকে কোথাও যায়নি সে ! বিয়ের পর তার জীবনটাই রঙ্গিন হয়ে গেছে ! নিজের ঘর সংসার, প্রথম প্লেনে চাপা ! প্রথম এতো বড় হোটেলে থাকা সবই যেন স্বপ্নের মতো লাগছে সুতপার কাছে ! ভাবতে ভাবতেই বেশ তৃপ্তি করেই খাচ্ছে সুতপা !
- কি গো কেমন লাগছে ?
আচমকা সুদিপের প্রশ্নে সম্বিত ফিরল সুতপার ! গভির চোখে সুদিপের দিকে চেয়ে বলে উঠল " সব যেন স্বপ্ন মনে হচ্ছে ! জীবনে এইসব জিনিস স্বপ্নেও ভাবিনি ! আজ সব আমার সামনে ! সত্যি আমি খুব সুখি ! আর সেটা তোমার জন্য ! জীবনে কোনোদিনই ভাবিনি যে প্লেন চাপব ! এতো বড় হোটেলে থাকবো ! সমুদ্র দেখবো ! এতো ভালো ভালো খাবার খাবো ! তোমার এতো ভালোবাসা পাবো ! এ সবই এখনো আমার স্বপ্ন মনে হচ্ছে ! "
সুতপার গালটা একটু ধরে নারিয়ে দিয়ে বলল " ওরে আমার রানী ! তোর জন্য সব করতে পারি ! তুই শুধু আমার ! আমার সব স্বপ্ন সুখ সব কিছুই তুই ! সারাজীবন যেন এই ভাবেই হেসে খেলে আমার সামনে আসিস ! আমার বুকে মাথা রেখে আমার সব কষ্ট দুঃখ সব কেড়ে নিস ! " দু ফোঁটা চোখের জল হয়তো গড়িয়ে পড়লো সুতপার গালে ! আঙ্গুল দিয়ে মুছিয়ে দিলো সুদীপ ! "কথা দিলাম এই চোখ আর কোনোদিন জল ফেলবে না !" বলেই সুদীপ বাঁ হাত দিয়ে সুতপার বাঁ হাতকে চেপে ধরল !
খাওয়া দাওয়া শেষ ! সুতপাকে নিয়ে বেড়িয়ে একটু সমুদ্রের হাওয়া খেতে বেরুলো সুদীপ ! বাঁ দিকে সুদিপের একটা হাত দুই হাত দিয়ে জরিয়ে সুতপা ! আধো অন্ধকারে দুজনেই হেঁটে চলেছে ! একটা টিলার নিচে দাঁড়ালো দুজনে ! এখান থেকে সমুদ্র কে আরও কাছে মনে হচ্ছে ! সমুদ্রের বুকে অনেক আলো ভেসে বেড়াচ্ছে ! সুতপা সেই দিকে আঙ্গুল দেখিয়ে জিজ্ঞাসা করলো " ওই আলো গুলো কিসের ?"
- ওগুলো মাছ ধরার নৌকার আলো ! ওরা মাছ ধরতে গেছে !
- আমাদের ওখানে তো কেউ রাতের বেলায় মাছ ধরেনা ! এরা কেন রাতের বেলায় মাছ ধরছে ?
- হাহাহাহা আরে পাগলি ! তোমাদের ওখানে পুকুর ! ছোট জায়গা ! হয়তো একবার কি দুবার জাল ফেললে যা মাছ ওঠে তাতে পুরো গ্রামের হয়ে যায় ! কিন্তু এটা সমুদ্র ! এখানে জাল ফেলা হয় রাতের বেলায় ! এখান থেকে যা মাছ পাওয়া যায় তাতে পুরো গোয়ার তথা আশে পাশের এলাকার এবং বিদেশে মাছ সাপ্লাই করা হয় !
- এতো মাছ কত লোকে খায়?
- এই যে তুমি মাছ খেয়ে এলে সেটাও এখান থেকে এসেছে !
আরও কিচ্ছুক্ষণ সুতপার পাগলের প্রলাপ বাঁ প্রশ্ন শোনার পর সুদীপ বলল চল এবার হোটেলে ফিরে যাই !
হোটেলের রুমে ফিরে আসার পর সুতপা নিজের নাইটি নয়ে বাথরুমে চলে গেলো ! ঠিক তখনই সুদিপের মনে পড়লো হোটেল থেকে বেরুবার আগে হোটেলের এক বেয়ারা ওর হাতে একটা চিরকুট গুঁজে দিয়েছিল ! তখন না দেখে শুধু পকেটে ঢুকিয়ে নিয়েছিল ! চিরকুট খুলে শুধু দেখল লেখা আছে রাত ১১ টা ! চ্যানেল ১৮৭।
একটু ধন্দে পড়ে গেলো সুদীপ ! রাত এগারোটা ! চ্যানেল ১৮৭ কি হতে পারে ? ঠিক তখনই ওর খেয়াল হোল সামনের দেওয়ালে আটকে থাকা টিভি দেখে ! টিভির চ্যানেলের কথা তো বলেনি ?
তারাতারি সুদীপ টিভি অন করলো ! একটা হিন্দি মুভি চলছে ! ১৮৭ তে দিতেই স্ক্রিনের উপর লেখা উই উইল বি ওপেন এট ২৩ আওয়রস ! তারাতারি সুদীপ ঘড়ি দেখল ! আর মাত্র দশ মিনিট বাকি আছে এই চ্যানেল খুলতে ! তারাতারি নিজের ড্রেস চেঞ্জ করে বসে গেলো টিভির সামনে !