11-08-2022, 06:36 PM
(11-08-2022, 05:54 PM)Sanjay Sen Wrote: কোনো প্রশংসাই যথেষ্ট নয়। শুধু মাঝে মাঝে এটা ভেবে অবাক হই এই দুজন কি একই মানুষ! যে গোলকধাঁধায় লিখছে আবার যে বিন্দা পিসির মতো অসাধারণ কিছু সৃষ্টি উপহার দিয়ে যাচ্ছে আমাদের।
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ সবার সম্পর্কে বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় প্রকৃত শিল্পী সত্তা যার মধ্যে বর্তমান সেই লেখকের পক্ষে কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য এবং একেবারে ভিন্ন স্বাদের সৃষ্টি .. এই দুই ধরনের সম্পূর্ণ বিপরীত ধর্মী লেখা অবশ্যই সম্ভব .. পুরোটাই মনের ব্যাপার। অর্থাৎ সে আদৌ লিখতে চায় কিনা, কিংবা লেখার তাগিদ খুঁজে পায় কিনা।