11-08-2022, 03:47 PM
(This post was last modified: 11-08-2022, 03:50 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
সত্যিই এগুলো পড়লে আর দেখলে আবারো পুরানো বাবান হয়ে অন্যরকম গল্প লিখতে ইচ্ছে জাগে। নিজের ওই গল্প গুলো মনে পড়ে যায়। সেই ভূমি, সেই দূরত্ব, বন্ধু, খোকন, ভয় সবকটা, তাছাড়া ছড়া গুলোও যেন অপেক্ষায়। কিন্তু নানা কারণে আর ঐদিকে নজর দেওয়াই যাচ্ছেনা। নিজের বর্তমান গপ্পো আর নিজস্ব দায়িত্বপালনের মাঝে সেই বাবান চাপা পড়ে যাচ্ছে। ভাবছি নষ্টসুখ শেষ হলে এবার এই বাবানকে বিরতি দেবো। আর পারলে ওই বাবানকে আবারো ঘুম থেকে জাগাবো। দেখি।