11-08-2022, 03:38 PM
(11-08-2022, 02:43 PM)Baban Wrote: দারুন দারুন!! এ যে একটা ছোট থ্রিলার গল্প নানা নাটকের সাক্ষী হলাম আমরা পাঠক নানা দর্শকরা। নাটক শেষের দৃশ্যটা আমিই বলে দি - মঞ্চে সকলের একত্র হয়ে দর্শকদের উদ্দেশে মাথা নামিয়ে ধন্যবাদ জানানো আর ওপাশ থেকে সকলের দর্শকদের করতালি, সাথে সিটি আর কারো কারো মুখ থেকে ভেসে আসছে - দারুন দারুন, বিন্দা পিসি যুগ যুগ জিও!!
একদম ঠিক বলেছো। দর্শক আসন থেকে অভিবাদন (যদি আদৌ পছন্দ হয়) ভেসে আসার মাঝে মঞ্চ ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে এবং পর্দা নিমজ্জিত হবে।
(11-08-2022, 03:09 PM)Somnaath Wrote: একদিকে আদিবাসাত্মক গল্প তো অন্যদিকে মেনস্ট্রিম ছোট গল্প, প্রেমের গল্প, একেবারে শিশুদের জন্য লেখা গল্প, ভূতের গল্প, কবিতা, ছড়া, আঁকা, ওদিকে আবার গান। শুধু নাটক লেখাটাই বাকি ছিল সেটাও আজ পূর্ণ করে দিলে। সর্বগুণ-সম্পন্ন এই কথাটা তোমার জন্য একেবারে appropriate - এ কথা আগেও বলেছি, আবারো বলতে বাধ্য হলাম। এটা যদি গল্পের আকারে লিখতে তাহলেও কিন্তু বেশ রোমহর্ষক হতো ব্যাপারটা। তবে নাটকের আকারে কোনো কিছু লেখা কিন্তু বেশ কঠিন, অনেক নিয়ম-টিয়ম মেনে লিখতে হয় দেখছি।
এই কথাটা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি। আগে ভীষণ লজ্জা পেতাম, তবে এখন শুনতে শুনতে ব্যাপারটা সয়ে গিয়েছে। সব গুন আমার মধ্যে আছে কিনা জানি না, কিন্তু এটা ঠিক যে আমি আমার সীমিত ক্ষমতার মধ্যে শিল্পী সত্তা বজায় রেখেছি। এবার সবদিক বিচার করে তোমরাই ভালো বলতে পারবে আদৌ সেগুলো পাতে দেওয়ার যোগ্য কিনা।
হ্যাঁ, ঠিকই বলেছো .. পড়ে যতটা সহজ বলে মনে হচ্ছে, লেখার সময় মঞ্চস্থ হওয়ার উপযোগী নাটক লেখা কিন্তু ভীষন কঠিন। আসলে এইসব লেখার একটা বিশেষ ধরন আছে, যেটা ফলো করতে না পারলে ভরাডুবি হয়ে যেতে পারে।