11-08-2022, 03:09 PM
একদিকে আদিবাসাত্মক গল্প তো অন্যদিকে মেনস্ট্রিম ছোট গল্প, প্রেমের গল্প, একেবারে শিশুদের জন্য লেখা গল্প, ভূতের গল্প, কবিতা, ছড়া, আঁকা, ওদিকে আবার গান। শুধু নাটক লেখাটাই বাকি ছিল সেটাও আজ পূর্ণ করে দিলে। সর্বগুণ-সম্পন্ন এই কথাটা তোমার জন্য একেবারে appropriate - এ কথা আগেও বলেছি, আবারো বলতে বাধ্য হলাম। এটা যদি গল্পের আকারে লিখতে তাহলেও কিন্তু বেশ রোমহর্ষক হতো ব্যাপারটা। তবে নাটকের আকারে কোনো কিছু লেখা কিন্তু বেশ কঠিন, অনেক নিয়ম-টিয়ম মেনে লিখতে হয় দেখছি।