10-08-2022, 08:36 PM
(10-08-2022, 07:52 PM)Boti babu Wrote: সব চরিত্রের গুলোর সাথে পরিচয়টা করিয়ে দিলে মনে হয় গল্পটা বুঝতে সুবিধা হতো।
যেমন ঠাম্মা কি সব সময় ঘরে থাকে উনি কী অসুস্থ! ওনার স্বামী কি করতেন। উনি দেখতে কেমন ।
রাজা কি সব সময় দেবীর বাড়িতে থাকে।
রাজা কি পড়াশোনা করে নাকি বাউন্ডুলে টাইপের।
দেবীর স্বামী কিসের জব করে দেখতে কেমন।
দেবী কি ওর স্বামীকে ভালোবাসে।
বাড়ির ভেতর কেমন কোন রুমে কে থাকে মানে বাড়ীর পরিবেশ কেমন এ সব কিছু যদি একটু বিস্তারিত ভাবে দেন তা হলে গল্পটা শুধু গল্প না থেকে সিনেমার মতো চোখে দেখতে পাই।
প্রথম ও দ্বিতীয় পর্ব পড়ে মন্দ লাগেনি ।
ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। পরের অংশে চরিত্রগুলোর একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব।