10-08-2022, 07:10 PM
৪/৫ মিনিট হাঁটার পর তারা একটা টিনের ছাউনি ওলা ২ তলা বাড়িতে ঢুকলো , সমুদ্রের আওয়াজ আসছে , তার মানে দাউদ বুজলো যে বাড়িটা সমুদ্রের আশে পাশেই আছে। সবাই মিলে বাড়িটাতে প্রবেশ করলো , দাউদ দেখলো নিচের সব ঘরগুলোই বন্ধ একটা ছাড়া , ওই খোলা ঘরটায় দেখলো ,বস্তা বন্দি করা কিছু মাল আছে , একটা কাঠের সিঁড়ি দিয়ে সবাই উপরে উঠে গেলো। দাউদ দেখল একজন দাড়িওয়ালা বছর ৫০ এর এক টা লম্বা লোক একটা ছিঁড়ে বসে আছে , সামনে একটা টেবিল। আর কয়েকটা টুল ও টেবিলের উল্টো দিকে রয়েছে , লোকগুলো ঘরে ঢুকতেই লোকটা উদগ্রীব হয়ে জিজ্ঞেস করলো , ব্যাগ টা কি পাওয়া গেছে