10-08-2022, 06:55 PM
(06-08-2022, 11:42 PM)কুয়াশা Wrote: থ্রিলার এর গন্ধ পাওয়া যাচ্ছে
(07-08-2022, 12:49 AM)Shoumen Wrote: ওরে বাবা এখন তো গল্প মনে হচ্ছে একটা একশন সাসপেন্স এর দিকে এগুচ্ছে!!! সিক্রেট এজেন্ট,,, আমাদের গল্পের নায়িকা কত কিছু করলো এই জীবনে!!! ভালো লাগলো ,,, আর পরের আপডেট এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি
(07-08-2022, 07:58 PM)Baban Wrote: চন্দ্র ম্যাডামের জীবন বড়ো রহস্যময়। এই জন্য বললাম কারণ সবকিছুই আমাদের সামনে সে মেলে ধরছে। জীবনের প্রতিটা ঘটনা। এটাই যে অদ্ভুত। কজন পারে এমন সাহস দেখাতে? নারী হয়েও বার বার নিজের দুস্টু খেলা, চাহিদা, আকর্ষণ যেমন মেলে ধরেছে আমাদের সামনে তেমনি তার মমতাময়ী রূপ আবার প্রয়োজনে সৈনিক রূপটাও। এমন কি সে যে অশরীরী ঘটনার সম্মুখীন হয়ে ভীত হয়েছে সেটাও, আবার তার ভেতরের স্পর্ধা তার এগিয়ে যাওয়ার শক্তিও দেখেছি। হয়তো ও নিজেই জানেনা কখন কিভাবে ওর ভেতরের অবস্থিত এক নারী যে সত্যিই রহস্যময় সে চালনা করে ওকে কিছু ক্ষেত্রে। আর সেটা প্রতিবার পজিটিভ দিকে। এবারে এমন কিছু বা বলা এমন নতুন জগতের সাক্ষী হয়েও পিছিয়ে না গিয়ে এগিয়ে যাচ্ছে নতুন জগৎ জানার দিকে। হয়তো সেটি বড্ডো অন্ধকারে ঘেরা। দেখা যাক আগে কি হয়।
চন্দ্রকান্তা জীবন কাহিনি বলতে বলতে এই রকম ছোট ছোট অনেক ঘটনাই সামনে নিয়ে আসবো... এটা যেহেতু সমগ্র থ্রিলার ধর্মী গল্প নয়, তাই এটা দুই একটা আপডেটের মধ্যেই সীমিত থাকবে... আশা করি তোমাদের ভালো লাগবে এই আপডেটগুলো...