10-08-2022, 11:38 AM
(10-08-2022, 10:29 AM)sairaali111 Wrote:শহর গঞ্জে মফঃস্বলে যখন ঢাউস ঢাউস সিনেমা হল ছিল - তখন - রিকসায় মাইক বেঁধে মাইনে-করা প্রচারক বলে বলে যেতো - ''নাচে-গানে-প্রেমে-ফায়িটিঙে-বিভিন্ন সিনসিনারিতে ভরপূঊঊর পৌরাণিক ছায়াছবি . . . . '' - মনে এলো সেই হারিয়ে-যাওয়া দৃশ্যটি । - সালাম ।
হাহাহাহা

(10-08-2022, 10:33 AM)Somnaath Wrote: এই উপন্যাসের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেরা যৌন দৃশ্যের বর্ণনা ছিল এটা। একটা সরল মেয়েকে খেলিয়ে কি করে ডাঙ্গায় তুলতে হয় সেটা নিশীথের কাছ থেকে সকলের শেখা উচিত। সত্যি টানটান উত্তেজনায় ভরা ছিল দুটি পর্ব। আর তার সঙ্গে শেষের টুইস্ট just অসাধারণ। তোমার জবাব নেই গুরুমুখিয়ে আছি পরের পর্বের জন্য।
তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সঙ্গে থাকো আর পড়তে থাকো
