Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(09-08-2022, 09:25 PM)Baban Wrote:
এটা কি হলো? এতক্ষন ধরে ডান্ডা উঁচু করে দেবার পর যখন আগ্নেয়গিরি লাভা বার করতে যাবে তখনি হটাৎ এমন সমাপ্তি! ব্যাস এবার ডান্ডা হাতে নিয়ে সিগন্যালের খোঁজে বসে থাকো পাগলা হয়ে। এটা কিন্তু ঠিক হলোনা Big Grin

উফফফফ চরম পর্ব। একবার শয়তানটার ওপর রাগ হচ্ছিলো, আবার ওর সাথে মিলে যেতেও ইচ্ছে করছিলো। হয়তো পুরুষের ভেতরের অন্য রূপটা বাইরে নিয়ে আসতে সক্ষম ছিল এই পর্ব। সত্যিই দারুন গরম করা পর্ব।  ব্যাটা নিশীথ কি শয়তান নিজে তো বিরিয়ানি খাবেই সাথে ভাগাভাগি করার প্ল্যান করেই এসেছে। অবশ্য সেটাই স্বাভাবিক। একলা খাওয়া আর দল বেঁধে খাওয়া আর দেখার মজা আলাদা এদের কাছে।

কিন্তু শেষের এমন ভয়ানক মুহূর্তটি সব পাল্টে দিলো। ঐযে সপ্না ম্যাডামের শেষের কথাগুলো আরকি। মেয়ের প্রতি মাতৃত্ব বোধহয় জেগে উঠেছিল। অন্ধকার থেকে আলোয় আসার প্রথম পদক্ষেপ বিফল করে দিলো অন্য কোনো অন্ধকারের বাসিন্দা। Angry

clps clps

আগেরদিনের পর্বের কথা তো ছেড়েই দিলাম, শেষের কয়েকটা পংক্তি ছাড়া আজকের সমগ্র দুটো পর্ব জুড়ে ডান্ডা গরম করার অনেক সুযোগ দিয়েছি  Tongue  কিন্তু তারপর .. তারপর তো কঠিন ভয়ংকর এবং মর্মান্তিক বাস্তবের সম্মুখীন হতেই হতো। 

কথায় বলে .. কু-সন্তান যদিও হয় কু-মাতা কভু নয় .. এক্ষেত্রেও সেটাই হয়েছে। স্বপ্না দেবী নিজে যতই লোভী এবং চরিত্রহীনা হোক না কেন, সন্তানের বিপদে রুখে দাঁড়াতে সে পিছ পা হয়নি।  Namaskar
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Bumba_1 - 09-08-2022, 09:40 PM



Users browsing this thread: 64 Guest(s)