09-08-2022, 09:25 PM
(This post was last modified: 09-08-2022, 09:31 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
এটা কি হলো? এতক্ষন ধরে ডান্ডা উঁচু করে দেবার পর যখন আগ্নেয়গিরি লাভা বার করতে যাবে তখনি হটাৎ এমন সমাপ্তি! ব্যাস এবার ডান্ডা হাতে নিয়ে সিগন্যালের খোঁজে বসে থাকো পাগলা হয়ে। এটা কিন্তু ঠিক হলোনা
উফফফফ চরম পর্ব। একবার শয়তানটার ওপর রাগ হচ্ছিলো, আবার ওর সাথে মিলে যেতেও ইচ্ছে করছিলো। হয়তো পুরুষের ভেতরের অন্য রূপটা বাইরে নিয়ে আসতে সক্ষম ছিল এই পর্ব। সত্যিই দারুন গরম করা পর্ব। ব্যাটা নিশীথ কি শয়তান নিজে তো বিরিয়ানি খাবেই সাথে ভাগাভাগি করার প্ল্যান করেই এসেছে। অবশ্য সেটাই স্বাভাবিক। একলা খাওয়া আর দল বেঁধে খাওয়া আর দেখার মজা আলাদা এদের কাছে।
কিন্তু শেষের এমন ভয়ানক মুহূর্তটি সব পাল্টে দিলো। ঐযে সপ্না ম্যাডামের শেষের কথাগুলো আরকি। মেয়ের প্রতি মাতৃত্ব বোধহয় জেগে উঠেছিল। অন্ধকার থেকে আলোয় আসার প্রথম পদক্ষেপ বিফল করে দিলো অন্য কোনো অন্ধকারের বাসিন্দা।