09-08-2022, 07:51 PM
(This post was last modified: 09-08-2022, 08:02 PM by raktim. Edited 2 times in total. Edited 2 times in total.)
(09-08-2022, 07:31 PM)sairaali111 Wrote:যুক্তি যেখানে অকর্মক - কটাক্ষ , বিদ্রুপ , উপদেশ আর প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ হুমকি ভীতি-প্রদর্শনই সেখানে সক্রিয় হয়ে ওঠে । - অতি সক্রিয় । ( দ্রষ্টব্য - গার্গী-যাজ্ঞবল্ক্য বিচার ও ঋষি-স্যার কর্তৃক চরম শাসানি ।) - সালাম জনাবজী ।
সায়রা দেবী, সেটা হতেই পারে (যদিও আমি একটু মূর্খ মানুষ, ঋষি গার্গীর তর্ক পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়া নেই)। তবে উপরের কোনটাই করিনি বলেই আমার বিশ্বাস। বরং প্রার্থনা করেছি। অজ্ঞানের, স্বল্পজ্ঞানের ও অকারণ ক্রোধের বুদবুদ ধুয়ে গিয়ে নির্মল হোক। প্রণাম নেবেন।
তবে একটা কথা তো শ্লাঘার বটেই। আমাদের ভারতে সেই প্রথম থেকেই বিদুষী নারীরা ঋষি বলে সম্মানিত হতেন। যেখানে পাশ্চাত্য দেশে আমেরিকাতেও নারীর ভোট দেওয়ার অধিকার ছিল না ১৯২০ পর্যন্ত।