08-08-2022, 07:55 PM
মানে ডবল ধামাকা হবে বলতে চাও? এখনো দুর্দান্তভাবে ট্র্যাকে আছো, তবে একটা দুটো তিনটে একসঙ্গে যটাই আপডেট দাও না কেন, মূল উপন্যাস থেকে সরে গেলে পুনরায় ট্র্যাকে ফেরা মুশকিল। দু-একটা ছাড়া এই ফোরামের বাকি গল্পগুলোর করুন অবস্থা দেখে কথাগুলো বললাম। আশা করি আমার বক্তব্য বোঝাতে পারলাম।