08-08-2022, 09:56 AM
(07-08-2022, 11:18 PM)nextpage Wrote: মৌমিতার বয়সের তুলনায় একটু বেশিই বড় আর ঝুলে যাওয়া
এটাতো symbolic photograph .. কাউকে ভেবে পোস্ট করা নয়।
(08-08-2022, 12:40 AM)Boti babu Wrote: বুম্বা দা পিনুরাম দা কি এখন আর লেখে না উনি কি লেখালেখি ছেড়ে দিয়েছেন তোমার কাছে কি কোনো খবর আছে এ ব্যাপারে উনি এখন কোথায় কি করে হঠাত্ লেখালেখি ছেড়ে দিলেন কেন, উনি ভালো আছেন তো ।
আসলে কি আমি যখন কোনো গল্প পড়ি তখন ঐ গল্পের সাথে ওনার মহানগরের আলেয়া গল্পের তুলনা করি মনে মনে কিন্তু না আজ পর্যন্ত এমন গল্প পায়নি। ওনার কোন কিছু খবর যদি তোমার কাছে থাকে PLZ জানাবে দাদা।।।।
পিনুরাম বাবুর সঙ্গে আমার কোনোদিনই যোগাযোগ ছিল না। উনি এখন আদৌ লেখালেখি করেন নাকি ছেড়ে দিয়েছেন, সেই সম্বন্ধে সব খবর দিতে পারতো ddey333 .. কিন্তু উনার ব্যান এখনো তোলা হয়নি। আমি নিজে অনুরোধ করেছিলাম মডারেটরকে উনার ব্যান তুলে নেওয়ার জন্য। কিন্তুুু এই প্রথমবারের জন্য মডারেটর আমার অনুরোধ রাখেনি, যদিও তার পেছনে অকাট্য যুক্তি দিয়েছে।
(08-08-2022, 07:36 AM)Rinkp219 Wrote: দাদা দ্বিতীয় আপডেটের টিসার পেলাম না ..... অপেক্ষায় আছি
একসঙ্গেই দুটো আপডেট আসবে, তাই আলাদা করে আর টিজার দিলাম না।