07-08-2022, 11:09 PM
(This post was last modified: 07-08-2022, 11:13 PM by nextpage. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-08-2022, 09:29 PM)Bumba_1 Wrote: বিবাহের ক্ষেত্রে বিভিন্ন প্রদেশের বিভিন্ন নিয়ম। গায়ে-হলুদ থেকে শুরু করে বিবাহের পরবর্তী অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সেগুলোই ফুটে উঠছিল বারবার। রুদ্রর বন্ধু জয়ের হাত রূপালির থেকে মোলায়েম অর্থাৎ .. হয় রুপালি র মধ্যে একটা পুরুষালী ব্যাপার আছে, অথবা জয়ের হাত মেয়েদের মতো নরম। তবে জয়ের স্ত্রী পল্লবী একটু বেশিই সাহসী (আমার এক কাকিমা আছে, তার নাম মঞ্জু। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকলে পল্লবীকে দেখে নিশ্চয়ই বলতেন ঢলানি মেয়েছেলে)। তা না হলে প্রথম পরিচয়েই স্বামীর বন্ধুকে যখন তখন চিমটি কাটছে, তার সঙ্গে পালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে (যদিও মজা করে) আবার মনের সুখে হলুদ খেলছে .. & last but not the least আমি চাইবো রুদ্র তার মনের সমস্ত গোপন কথা (তার বক্তব্য অনুযায়ী অন্ধকার দিক) নিজের স্ত্রীকে বলে তবেই নতুন জীবনে পা দিক। অন্য কারো মুখ থেকে সব কথা শোনার চেয়ে নিজের স্বামীর মুখে সব কথা শুনলে বিশ্বাসযোগ্যতা বাড়বে বই কমবে না।
আমাদের বাংলাদেশের ও অঞ্চল অনুযায়ী বিবাহের অনুষ্ঠানে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায় আর বর্তমানের আধুনিকতা আরও বদল নিয়ে এসেছে৷ আমি যেই অনুষ্ঠানের বর্ণনা দিয়েছি সেটা ময়মনসিংহের। এই পর্বটা লেখার সময় আমার কলেজ বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম ওর হলুদ অনুষ্ঠান পর্বটা লেখতে অনেক সাহায্য করেছে।
প্রতিটা বিয়ে বাড়িতে পল্লবীর মত কেউ না কেউ থাকেই, যেই যাই বলুক না কেন ওদের সরব উপস্থিতি কিন্তু অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। আমার বান্ধবীর বিয়েতেও ছিল, বেশ মজার মানুষ বৌদি। উনার সাথে যে এবারই প্রথম পরিচয় সেটা কেউ বিশ্বাসি করে নি।
মনের ভয় অনেক বড় ভয়, সেই ভয় টাকে জয় করাটাই এখন রুদ্রের বড় পরীক্ষা।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।