07-08-2022, 09:29 PM
বিবাহের ক্ষেত্রে বিভিন্ন প্রদেশের বিভিন্ন নিয়ম। গায়ে-হলুদ থেকে শুরু করে বিবাহের পরবর্তী অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সেগুলোই ফুটে উঠছিল বারবার। রুদ্রর বন্ধু জয়ের হাত রূপালির থেকে মোলায়েম অর্থাৎ .. হয় রুপালি র মধ্যে একটা পুরুষালী ব্যাপার আছে, অথবা জয়ের হাত মেয়েদের মতো নরম। তবে জয়ের স্ত্রী পল্লবী একটু বেশিই সাহসী (আমার এক কাকিমা আছে, তার নাম মঞ্জু। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকলে পল্লবীকে দেখে নিশ্চয়ই বলতেন ঢলানি মেয়েছেলে)। তা না হলে প্রথম পরিচয়েই স্বামীর বন্ধুকে যখন তখন চিমটি কাটছে, তার সঙ্গে পালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে (যদিও মজা করে) আবার মনের সুখে হলুদ খেলছে .. & last but not the least আমি চাইবো রুদ্র তার মনের সমস্ত গোপন কথা (তার বক্তব্য অনুযায়ী অন্ধকার দিক) নিজের স্ত্রীকে বলে তবেই নতুন জীবনে পা দিক। অন্য কারো মুখ থেকে সব কথা শোনার চেয়ে নিজের স্বামীর মুখে সব কথা শুনলে বিশ্বাসযোগ্যতা বাড়বে বই কমবে না।