07-08-2022, 01:31 AM

(25-12-2020, 11:45 AM)arn43 Wrote: লেখাটা ভালো করার আপ্রান চেস্টা ছিলো লেখকের। কিন্তু শত হলেও এটা একটা নকল লেখা, তাই সে চেস্টায় কিছুটা তো ত্রুটি থেকেই যাবে। নকল বলছি এই কারনে যে, লেখাটা অন্য একটি লেখার ছায়া অবলম্বনে রচনা করা হয়েছে। মূল লেখাটার ধারা অনুসরণ করে গল্পটি এগিয়ে নিলেও শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলেছেন এই লেখার লেখক। তার ক্রিয়েটিভিটির সীমাবদ্ধতার কারনে আর মূল লেখাটি শেষ পর্যন্ত নিয়মিত আপডেট না হওয়াতেই এমন জগা-খিচুড়ি ঘটনা ঘটেছে বলে আমার ধারনা। তাছাড়া লেখাতে দাঁড়ি কমার ব্যবহারটা একেবারে সঠিক হয়নি। এটাতেও লেখকের দূর্বলতা বেশ প্রকটভাবেই প্রকাশিত হয়েছে। তবে যেটা আগেও বলেছিলাম, লেখাটা সুন্দর করার আপ্রান চেস্টা ছিলো লেখকের।
পটভূমি নির্বাচনেও যথেষ্ঠ মুন্সীয়ানার পরিচয় দিতে পারনি। বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতার নিরিখে গল্পটি একেবারেই বেমানান হয়েছে। গল্পে মাঝে মধ্যেই হালকা কিছু টুইস্ট থাকলেও শেষের দিকে বড় একটা টুইস্টের আশা করেছিলাম। যেকারনেই হউক, যেহেতু গল্পটি তড়িঘরি করে শেষ করেই দিতে হয়েছিলো, সেই টুইস্টটা থাকলে হয়তো অনেক প্রশ্নের জবাবই গল্পের শেষভাগে নিষ্পত্তি হয়ে যেতো।
গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য মূল লেখককে ধন্যবাদ জানাচ্ছি।
সেই সাথে রনিদা'কেও ধন্যবাদ, আমাদেরকে গল্পটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য !