06-08-2022, 10:07 PM
কখনো মনে হয় এই আধুনিক জীবনে অভ্যস্ত অস্থির মানুষগুলোর জীবন যাপন থেকে পুরাতন ধারণার স্থির মানুষগুলো অনেক বেশি ভাগ্যবান। অনেক কিছু তারা হয়তো জানেনা, যেমন বিজ্ঞান, প্রগতি কিংবা উল্লাস। হয়তো সবসময় তারাও ঠিক নয়, ভুল তারাও করে কিন্তু অন্তত জীবন বাঁচতে জানে। জীবন কাটাতে জানে, জীবন বুঝতে জানে।
আমি জানিনা এই গল্পের সমাপ্তি তে কি অপেক্ষা করছে। হয়তো কোনো একটা ধাক্কা, হয়তো ঠিক ভুলের বিচার করা এখুনি উচিত হবেনা। অন্তত আজকের পর্বের শেষ লাইন পড়ে সন্দেহ হচ্ছে। কিন্তু উপরুক্ত লাইনগুলো ও আজকের পর্বের শুরুর অংশ বড়োই সত্যি, বড়োই বেদনার। যারা নতুনের খোঁজে পুরাতন মানুষদের ভুলে যায় তারা সত্যিই আধুনিক।
আমি জানিনা এই গল্পের সমাপ্তি তে কি অপেক্ষা করছে। হয়তো কোনো একটা ধাক্কা, হয়তো ঠিক ভুলের বিচার করা এখুনি উচিত হবেনা। অন্তত আজকের পর্বের শেষ লাইন পড়ে সন্দেহ হচ্ছে। কিন্তু উপরুক্ত লাইনগুলো ও আজকের পর্বের শুরুর অংশ বড়োই সত্যি, বড়োই বেদনার। যারা নতুনের খোঁজে পুরাতন মানুষদের ভুলে যায় তারা সত্যিই আধুনিক।