06-08-2022, 08:38 PM
রুদ্র চুপচাপ বসে বাকিদের কথা শুনছিলো হঠাৎ দুটো হাত ওর চোখ চেপে ধরে সেই হাতের চুড়ির শব্দ ওর কানে আসছে। কে হতে পারে সবার সামনে আন্দাজে ঢিল ছোঁড়া বোকামি হবে, এটা রাই না নিশ্চয়ই তবে কে তনয়া কিংবা রিতা হতে পারে। রূপালির হাত একটু খড়খড়ে কিন্তু এই হাতটা তো মসৃণ আর কোমল, খিলখিল করে হাসছে সেই নারী এই হাসির কন্ঠ আগে কখনো শুনেনি সেই। দু হাত তুলে অপারগতা প্রকাশ করতেই হাত দুটো সরে যায় চোখের সামনে থেকে
আবার কার আগমন ঘটতে চলেছে? ভালো না মন্দ কে জানে। জানতে হলে অপেক্ষা নতুন পর্বের, আগামীকাল আসছে নতুন পর্ব - গাত্র হরিদ্রা