05-08-2022, 07:18 PM
টিভি দেখতে দেখতে মেয়েটা তাকালো পাশে বাবা মায়ের দিকে। তাদের এই হালকা বকাবকি, ঝগড়া বেশ মিষ্টি লাগে। প্রধানত মাই বকে বাবাকে আর বাবা বকা খেতে খেতে হেসে ফেলে। খুব কম সময় হয়েছে যখন বাবা মাকে বকেছে। হয়তো প্রয়োজনই পড়েনি গলার স্বর উঁচু করার। আবার এই দুজনই একে ওপরকে ছাড়া থাকতেই পারেনা।
টিজার পড়ে পর্ব সম্পর্কে অন্য ধারণা রাখবেন না।
আগামীকাল রাত্রে আসছে নতুন গরম পর্ব।
আশা করি পছন্দ হবে আপনাদের।
স্বাদ- ৩