05-08-2022, 04:20 PM
(30-07-2022, 06:30 PM)boro bara Wrote: আপনি পূর্ণচ্ছেদ এর বদলে ডট ব্যবহার করেন। জানিনা কি রকম বাংলা ফন্ট আপনি ব্যবহার করেন তাই বললাম আরকী। এটা ইচ্ছেকৃত করে করলে আলাদা কথা। তাই ভাবলাম হয়ত যে আপনি মোবাইল এ টাইপ করেন।
হ্যা, আমি পূর্ণচ্ছেদ এর বদলে ডট ব্যবহার করি ইচ্ছা করেই... কারন গল্প বলার সময় পূর্ণচ্ছেদ ব্যবহার করলে সেই বাক্যটি একেবারে সম্পূর্ন বলে ধরা হয়ে থাকে, কিন্তু ডট ব্যবহার করলে আমার মনে হয় যে তাতে সেই বাক্যের একটা কন্টিনুয়েশন বয়ে চলে... এটাই কারণ, আর সেটা করতে গিয়ে লেখার মধ্যে আর পূর্ণচ্ছেদ ব্যবহার করাই হয়ে ওঠে না... এই ব্যাপারটা তুমিই প্রথম খেয়াল করেছ দেখলাম... আমার গল্পে কখন কাউকে এই দিকটা দৃষ্টি আকর্ষণ করতে দেখি নি... ভালো লাগলো দেখে এটা...