04-08-2022, 04:58 PM
(13-07-2022, 10:51 PM)bdbeach Wrote: ১। এম পি (মেম্বার অব পার্লামেন্ট) নির্বাচিত হন কিন্তু তিনি ঐ আসনের সকলের ভোট পান না। তাই বলে কি দায়িত্ব বুঝে নেবেন না? এম পি হবেন না?
২। তেমনি লেখক মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ ধরে নেন সকল পাঠক আপনার গল্প না পড়লেও কেউ কেউ তো পড়ে।
৩। আবার এও ঠিক সকলে পড়লে কমেন্ট করলে আনন্দ লাগে, লিখতে ইচ্ছে জাগে স্বীকার করি। আবার এটাও মানতে হবে যে অনেকে আসেন পড়েন, চলে যান কোন কমেন্ট করেন না।
৪। আমরা যারা এই সাইটের নিয়মিত পাঠক, তারা একেকটা গল্পের জন্য দিন গুণতে থাকি। ধৈর্য ধরেই থাকি। কখনো লেখকের প্রতি বিরূপ মন্তব্য ছুঁড়ে দেই না।
আমাদের মতো এমন অবলা পাঠকদের প্রতি মনযোগ দিবেন আশা করি।
sahomot