02-08-2022, 03:22 PM
(02-08-2022, 04:46 AM)ray.rowdy Wrote:শুরুটা ভালো করেছো. আশা করি, সেটা বজায় রাখবে. আর অনুচ্ছেদে (paragraphing) লিখলে তোমার লেখাটা আরো বেশী আকর্ষক হবে, নিঃসন্দেহে.
গল্পের গতি-প্রকৃতি সম্পর্কে আগাম মন্তব্য করা থেকে বিরত রইলাম - কেননা সবে শুরু এবং প্রথম অংশ খুবই ছোটো. অনুরোধ রইলো -
১. গল্পটি শেষ করবে. গল্পের পরিণতি আগে থেকে ভেবে রাখলে মনে মনে একটা খসড়া তৈরী হয়ে যায়, আর সে অনুসারে এগোনো যায়. নাহলে অনেকেই বেশ কিছুটা লিখে দিগ্ভ্রান্ত হয়ে লেখা মাঝপথে ছেড়ে দিয়েছেন. অনেক ভালো লেখার অকাল মৃত্যু হয়েছে.
২. গল্পে কাহিনীর প্রয়োজনে সেক্স আসুক, সেক্সের প্রয়োজনে গল্প নয়. নাহলে গল্পের মান নেমে যায়, সস্তা চটিতে পর্যবসিত হয়.
শুভকামনা রইলো.
আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ।
আপনার প্রথম পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, যদিও ঘটনাগুলো দেবীর জীবন থেকেই নেওয়া, তবে একটা পরিণতি জরুরি। সহমত।
দ্বিতীয় পয়েন্ট ও সম্পূর্ণ সহমত।
তবে মুস্কিল কি বলুন তো, আমি একদমই লেখিকা নই, গল্প উপন্যাস অনেক পড়ি কিন্তু লেখালিখি এই প্রথম। মনে হল দেবীর টানাপড়েন কোথাও একটা প্রকাশ করা জরুরি এবং anonymously, তাই এই গল্পের অবতারনা।
পাশে থাকবেন, ভুল ত্রুটি ধরিয়ে দেবেন।