01-08-2022, 06:58 PM
(01-08-2022, 12:54 PM)sudipto-ray Wrote: রুদ্র কি করবে তা জানি না, কিন্তু এতটুকু জানি, রাগ-অভিমান, সিদ্ধান্তহীনতা, ভুল-বোঝাবুঝি এগুলোই হচ্ছে গল্পের রসদ। এগুলোই গল্পকে জীবন্ত রাখে। আমরা অনেক কিছুই সরলভাবে ভাবি, কিন্তু জীবন অতটাও সরল নয়। তবে সবশেষে সুখী একটা মূহুর্তই আমরা সকলে কামনা করি।
আশা করি লেখক কথাগুলো বুঝতে পারবেন।
আপনি ঠিক পয়েন্ট টা ধরেছেন। গল্পের লেখা পড়ে আমরা আমাদের মতামত দিই, আর এই গল্পটা বাস্তবেও হদে পারতো এমন ভাবেই সাজানো। আর বাস্তবে অনেক কিছুই হয়, সবকিছু এত সহজে ঘটে না। আমরা অনেক কিছুই করে ফেলি রাগে অভিমানে ক্ষোভের বশীভূত হয়ে কিন্তু যখন সেটা বুঝতে পারি তখন যত সহজে করেছিলাম তত সহজে সেটা স্বীকার করে মেইন ট্র্যাকে ফিরে আসতে পারি না।
হুম আমরা শেষে সব কিছুর একটা সুন্দর পরিসমাপ্তি দেখতে চাই সেটার চেষ্টা থাকবে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।