01-08-2022, 03:23 PM
প্রথম কিছু জানতে পারার অভিজ্ঞতার সাথে নতুন সুখের সাথে পরিচয় হওয়ার অনুভূতি মিলেমিশে একাকার। সহজ সরল মেয়েটাকে যেভাবে লেখক তুলে ধরছে সেটা সত্যিই সুন্দর লাগছে। কিন্তু আধুনিকতার মায়াজালে জড়িয়ে আবার যেন সরলতা হারিয়ে না ফেলে সেই ভয়টাও হচ্ছে। পুরোটাই লেখকের কলমের গুনের জাদু। যে ভাবাচ্ছে আমাদের। খুব সুন্দর।