01-08-2022, 11:35 AM
(01-08-2022, 11:27 AM)Bumba_1 Wrote: সুস্বাগতম আমি একটা উপন্যাস নিয়েই হিমশিম খাচ্ছি আর তুমি একটার পর একটা লেখার সময় কিভাবে পাচ্ছো, সেটা ভেবেই অবাক হয়ে যাই মাঝে মাঝে। সঙ্গে আছি
গল্প শুরুই হলো না শুধু মুখবন্ধ দেওয়ার পর ★★★ এ নামিয়ে দিতে হলো? কি জানি বাবা, আমি আবার এইসব ব্যাপারে একটু কম বুঝি।
এসবের জন্য রাতে ঘুমাই না। আপাতত একটু ব্যস্ততা কম তাই আর কি, আর আমি কিন্তু টুকলিবাজ আড্ডায় বসে কারও কোন একটা কথা বা ঘটনা মাথায় গেথে গেলেই লেখা শুরু করে ফেলি।
আর ঐসব রেটিং এর দিকে তাকাই না আমি ওটা ওর মতই থাকুক।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।