01-08-2022, 11:22 AM
মুখবন্ধ
প্রিফিক্স দেখেই বুঝতে পারছেন এটা কোন যৌন গল্প নয়। তবে এই গল্পের আবহটা তৈরী হয়েছে যৌনতা কে নিয়েই যদিও সেটার তেমন কোন উল্লেখ গল্পতে পাবেন না। আমি জানি এখানে যারা আসে সবাই সেক্স নিয়েই পড়তে আসেন আর নিজের মন আর শরীরকে একটু উজ্জীবিত করতে চান কিন্তু যারা আমার আগের গল্প গুলো পড়েছেন তারা হয়তো জানের আমি যৌনতাকে প্রাধান্য দিয়ে গল্প এখন পর্যন্ত লিখিনি যতটা লিখেছে গল্পের প্রয়োজনে, হ্যাঁ ভবিষ্যতে হয়তো রগরগে সেক্সের বর্ণনা নিয়ে লেখবো।
যৌনতা ছাড়াও জীবনে আরও অনেক কিছু আছে সেগুলোই আমাদের বাঁচতে শেখায়, যৌনতা বা যৌনক্রিয়া সাময়িক একটা উৎফুল্লতা বা আনন্দ দেয় আমাদের মন আর শরীরকে হরমোন নিঃসৃত করে উত্তেজিত করে আমাদের অঙ্গ গুলিকে। কিন্তু আমাদের জীবনের চলার পথে এর থেকেও আরও বেশি প্রভাবক বিষয় আছে যেগুলো ছাড়া আমরা সার্ভাইব করতে পারবো না। আমার ছোট গল্প গুলো সেই সব বিষয় নিয়েই লেখার চেষ্টা করি।
আমার প্রথম ছোট গল্প কিছু স্বপ্নের ইতি এক পর্বেই শেষ করেছিলাম। তবে পাঠক আরেকটু বড় চেয়েছিল। এবারের গল্পটা তিন কিংবা চার পর্বে শেষ করার চেষ্টা করবো। গল্পের ড্রাফট তৈরী প্রথম পর্বের টাইপিং শেষ। আশা করি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো সবার সামনে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।