01-08-2022, 11:18 AM
(01-08-2022, 09:46 AM)Somnaath Wrote: এই ফোরামে যেন কৃষ্ণলীলা চলছে এক বছর আগে তুমি নাগপাশে যে লীলা দেখিয়েছিলে বর্তমানে বাঘমুড়োয় নন্দনাদি সেই লীলা দেখালো। তবে শেষ পর্বটা অসাধারণ ছিল, গায়ে কাঁটা দিয়ে উঠলো পড়তে পড়তে।
কোথায় নন্দনা দি আর কোথায় আমি .. কার সঙ্গে কার তুলনা .. উনি একজন মহান লেখিকা আর আমি হলাম অতি সাধারণ একজন মানুষ, যে একটু-আধটু লেখার চেষ্টা করি।
তবে উপন্যাস শেষ হওয়ার এতদিন পরেও যে তোমাদের ফিডব্যাক এভাবে পেয়ে চলেছি তার জন্য আমি যৎপরনাস্তি আপ্লুত।