01-08-2022, 01:02 AM
(31-07-2022, 11:23 PM)nextpage Wrote: হুম ভালোবাসার মানুষের কাছে কিছুই লুকাতে নেই কিন্তু এখানে ব্যাপারটা তো সেনসেটিভ।
আজ যদি রাই একই ভুল করতো তবে কি পাঠক তাকে প্রেমিকা হিসেবে রুদ্রের পাশে মেনে নিতো, ভাববার বিষয়..
দাদা রাই কিছু করলে কি হতো সেটা নিয়ে কিছু বলবো না, কিন্তু রুদ্রর ব্যাপার নিয়ে এখানে বলছি।
তার আগে কিছু কথা না বললেই নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক টা দাড়িয়ে থাকে বিশ্বাস এর উপর আমি যখন কাজের জন্য 15/20 দিন বাড়ির বাইরে থাকি তখন আমার স্ত্রী জানে আমি কোনো উল্টো পাল্টা কিছু করবো না, ঠিক তেমনি আমি জানি ও আমার অবর্তমানে আমাদের সংসার ঠিক রাখবে, এটি আসে দীর্ঘ দিনের বিশ্বাস থেকে।
এই স্বামী স্ত্রী মধ্যের সম্পর্কটা একটা কাচের মতো যত কিছু হোক কোনো ভাবেই এই কাঁচে দাগ লাগতে দেওয়া যাবে না। যদি কোনো ভাবে এই কাঁচে দাগ লেগে যায় তা হলে এই সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না।
ঠিক তেমনি বিয়ের আগে কে কি করলো এটার থেকে বেশি জরুরি বিয়ের পরে কে কি করেছে। এখন রুদ্র দেখা গেল রাই কে হারিয়ে ফেলার ভয়ে রাই কে কিছু বললো না কিন্তু রাই যদি পরে কোনো ভাবে রুদ্রের আগের জীবনে কি কি করেছে তা জানতে পারে তখন রুদ্র কি ভাবে সামলাবে বলুন। আর যদি এখন রুদ্র সাহস করে রাইকে নিজে সব বলে দেয় তাহলে রাইয়ের রাগ অভিমান ঘৃণা হতে পারে রুদ্রের উপরে কিন্তু রাই রুদ্রকে ক্ষমা করে দিতেও পারে এত দিনের ভালোবাসার জন্য।
দেখুন যে কথাগুলো বললাম তা আমি নিজে 2012তে প্রয়োগ করেছিলাম তারপর 2018 ওনার সাথে বিয়ে আর এখন উনি আমার ছেলের মা।
তাই এতটা জোরের সাথে বলছি রুদ্রের সব কিছু বলা উচিত রাইকে । বাকিটা লেখক দাদার ইচ্ছা গল্পকে কোথায় নিয়ে যাবেন, ভালো থাকবেন তাড়াতাড়ি আপডেট নিয়ে ফেরত আসবেন সে আসা থাকলো।
আমাকে আমার মত থাকতে দাও