01-08-2022, 12:00 AM
অন্যতম সেরা বা বলা উচিত সেরার সেরা পর্ব ছিল এটি!! কত কিছু ছিল এই একটা পর্বে। শশুরের অপমানকর প্রশ্নের উত্তরে হবু জামাইয়ের শান্ত গলায় জবাব দেওয়া (থাপ্পড় মারাও বলা যায়), সাথে রূদ্রর পিতাও অসাধারণ মানুষ।
এর পরে রূদ্র রাইয়ের এতদিনের জমে থাকা অনেক কথা, প্রেম, রাগ অভিমান সব একত্রিত হয়ে এক অন্য রূপে বেরিয়ে আসার সাক্ষী হলাম আমরা। একটা মেয়ের মন যেভাবে ফুটিয়ে তুলেছো সেটা দারুন ভায়া। সাথে দুজনের একান্তে কাটানো প্রতিটা মুহূর্ত ঠোঁটে হাসি ও বুকে ব্যাথা আনতে বাধ্য।
আর শেষের রূদ্র বনাম রুদ্রর কথোপকথন ও দুশ্চিন্তা, ভয় পাবার অংশটা তো পুরো চুমু। কাউকে পেয়ে আবারো হারিয়ে ফেলার ভয়, কাউকে হারিয়ে আবার পাবার ভয়, আবার এক অদ্ভুত দোটানা, এক অদ্ভুত রাগ নিজের প্রতি যেটা একসময় নিজের স্বার্থে অন্যের দিকে চালান হয়ে যায়। মানুষ যে নিজেকে না চাইতেও খারাপ ভাবতে চায়না। তাই কোনো না কোনো বাহানা খোঁজে অন্যের দোষ প্রমান করতে নিজের কাছেই। যাতে নিজেকে সান্তনা দেওয়া যায়। এদিকে সেই অন্য রূদ্র সেই অহংকারী রাগী হারতে থাকা রূদ্র নিজের হেরে যাওয়া মেনে নিতে না পেরে রুদ্রকে নানা ভাবে ভয় দেখাচ্ছে।
অসাধারণ ♥️♥️
এর পরে রূদ্র রাইয়ের এতদিনের জমে থাকা অনেক কথা, প্রেম, রাগ অভিমান সব একত্রিত হয়ে এক অন্য রূপে বেরিয়ে আসার সাক্ষী হলাম আমরা। একটা মেয়ের মন যেভাবে ফুটিয়ে তুলেছো সেটা দারুন ভায়া। সাথে দুজনের একান্তে কাটানো প্রতিটা মুহূর্ত ঠোঁটে হাসি ও বুকে ব্যাথা আনতে বাধ্য।
আর শেষের রূদ্র বনাম রুদ্রর কথোপকথন ও দুশ্চিন্তা, ভয় পাবার অংশটা তো পুরো চুমু। কাউকে পেয়ে আবারো হারিয়ে ফেলার ভয়, কাউকে হারিয়ে আবার পাবার ভয়, আবার এক অদ্ভুত দোটানা, এক অদ্ভুত রাগ নিজের প্রতি যেটা একসময় নিজের স্বার্থে অন্যের দিকে চালান হয়ে যায়। মানুষ যে নিজেকে না চাইতেও খারাপ ভাবতে চায়না। তাই কোনো না কোনো বাহানা খোঁজে অন্যের দোষ প্রমান করতে নিজের কাছেই। যাতে নিজেকে সান্তনা দেওয়া যায়। এদিকে সেই অন্য রূদ্র সেই অহংকারী রাগী হারতে থাকা রূদ্র নিজের হেরে যাওয়া মেনে নিতে না পেরে রুদ্রকে নানা ভাবে ভয় দেখাচ্ছে।
অসাধারণ ♥️♥️