31-07-2022, 10:04 PM
(31-07-2022, 09:51 PM)Bichitro Wrote: শেষের দিকে পড়তে পড়তে কালঘাম ছুটে যাচ্ছিল ... এত কঠিন বাংলা শব্দের মানে তো জানিই না কয়েকটা শব্দ তো আগে শুনিইনি ... শব্দ গুলো এবং এর অর্থ গুলো পরে নোট করে নেব । কাজে লাগতে পারে ...
মৌমিতা যে এত তাড়াতাড়ি শিকার হবে সেটা বুঝিনি । যদিও এরকম সহজ সরল মেয়ের জন্য এটাই স্বাভাবিক...
নিশিথ একটা কলেজের বা আপনার কথায় একটা গুরুকুলের প্রধান শিক্ষক হলো কি করে ? হলো তো হলো এখনো ওই পদে আছে কি করে ?
তবে হ্যাঁ ... নিশিথ আর মৌমিতার সেক্সও উপভোগ করতে পারবো বলে মনে হয় না কারন এই গল্পে আমার দৃষ্টিতে সবথেকে বড় ভিলেন হলো এই নিশিথ বটব্যাল
নিশীথ বটব্যাল হয়তো নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়েই গুরুকুল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হয়েছে, তবে সেক্ষেত্রে এসএসসি দুর্নীতি থাকলে আমার অবশ্য কিছু বলার নেই
আর রইল বাকি মৌমিতার তাড়াতাড়ি শিকার হওয়ার কথা .. এর উত্তরে বলতে পারি এই কাহিনী তো শুধু একটা নারী বা দুটো নারীকে নিয়ে নয়, এখানে প্রচুর চরিত্র আসবে যাবে। এখনো অনেক কিছু হওয়ার বাকি .. তাই একটা জিনিস নিয়ে বেশিদিন ভাটালে উপন্যাসের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং পাঠকদের বিরক্তি আসবে .. যেটার কোনোটাই আমি চাই না। আর নিশীথ বাবু সব থেকে বড় ভিলেন কিনা জানি না, তবে ভিলেনদের মধ্যে অন্যতম একজন .. সে কথা অনস্বীকার্য।