31-07-2022, 09:24 PM
একটি বিশেষ ঘোষণা
আগামীকাল পরবর্তী পর্ব আসছে। আশা করছি দুপুরের আগেই লেখা শেষ করে ফেলতে পারব। এই দু'দিনেই আপনাদের কাছে থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি আমার প্রথম লেখনীর উপর তার জন্য আমি অভিভূত। এতখানি সাড়া পাব ভাবিনি। মাত্র তিন দিনেই পাঠকসংখ্যা ৪ হাজারের গণ্ডি ছুঁতে চলেছে! এ সত্যিই অভাবনীয়।
তবুও এরই ফাঁকে যেটা বলা দরকার যে অনেকেই নিজস্ব বক্তব্য রেখেছেন এবং হয়তো প্রত্যাশাও করেছেন যে আমি তাঁদের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলব কিন্তু সেটা হয়ে ওঠেনি। তার কারণ, আমার ব্যস্ততা। আচমকাই সারপ্রাইজ টেস্টের মুখোমুখি হতে হয়েছে কলেজে ফলে মাঝে মাঝে থ্রেডে এসে চোখ বুলিয়েছি এবং বিশ্বাস করুন প্রতিটা মতামত পড়েছি। জানি, একজন পাঠক ও লেখকের সম্পর্ক পরম মধুর হয়। তাই, তাৎক্ষণিক ভাবে আমি আপনাদের মন্তব্যের প্রেক্ষিতে কিছু বক্তব্য না রাখতে পারায় যারপরনাই লজ্জ্বিত। আশা করি, আপনারা এই অধমকে ক্ষমার চোখেই দেখবেন। আগামীকাল আপনাদের সবার মন্তব্যের জবাব আমি দেব এ আশ্বাস আমি দিচ্ছি।
ভালো থাকুন, সুস্থ থাকুন