30-07-2022, 08:47 PM
হঠাৎ করেই রাই এর ফোনটা বেজে উঠে, হাত বাড়িয়ে টেবিল থেকে ফোনটা নিতেই দেখে জয় ফোন করেছে কলটা রিসিভ করে
-কিরে তোকে নাকি আজ ছেলে পক্ষ দেখতে এসেছে একবার বললি না তো।
-হুম বলবো বলবো করে আর বলা হয়ে উঠেনি। দেখতে এসে বিয়ে ঠিক করে ফেলেছে। মেজাজ টা একটু গরম আছে, হাতের সামনে পাত্র দাড়িয়ে আছে ওটাকে মার্ডার ও করে ফেলতে পারি। পরে কথা হবে এখন রাখি।
কাকে মার্ডার করার কথা বলছে রাই? মেজাজ টাই বা গরম হয়ে আছে কেন? জানতে হলে পড়তে হবে নতুন পর্ব। আগামীকাল আসছে নতুন পর্ব- মুখোমুখি