30-07-2022, 07:47 PM
(30-07-2022, 06:07 PM)nextpage Wrote: এই পর্বের পর যেটা বলতাম সেটা আমি আমার আগের মন্তব্যেই বলে দিয়েছিলাম।
সবসময় সবটা উপভোগ করা যায় না কিন্তু সেটার উপস্থিতির প্রয়োজন হয় পরের উপভোগ্যতা বাড়ানোর জন্য।
এই পর্বে তুমি একটা পরিস্থিতি তুলে ধরেছো যেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেক্সুয়ালি ডেস্পারেট একটা মানুষের মাথায় কি কি বিষয় চলতে থাকে আর সেটা তাকে কোন দিকে ধাবিত করার ক্ষমতা রাখে। অনেক লেখক এই টার্ম টা পুরুষকে সামনে রেখে পোট্রের্ট করে আর তুমি দুজন কিশোরীকে রেখে করেছো আর সেটা তোমার ইউএসপি।
একদমই ঠিক বলেছো একজন মানুষ কতটা ভালো বা খাড়াপ বা তার চেয়েও কতটা রহস্যতে ঘেরা তার জীবন সেটা পুরুষ নারী দেখে হয়না, বা বিচার করা যায়না। এমন অনেক নারী আছে যারা পুরুষ নিয়ে খেলতে ভালোবাসে আর খেলা হয়ে গেলে....... থাক ওসব নিয়ে বলে লাভ নেই। আসলে দুটোই উত্তেজক আবার দুটোই ভুল।
অনেক ধন্যবাদ। ♥️
নতুন পর্ব - স্পর্ধা (খ) আগের পেজে এসে গেছে পাঠক বন্ধুরা।
যাদের পড়া হয়নি পড়ে নেবেন। ধন্যবাদ