30-07-2022, 05:32 PM
(30-07-2022, 04:00 PM)bourses Wrote: নষ্ট মনের উল্লাস... যখন কোন গূঢ় সুপ্ত বাসনার আস্বাদন মানুষ পায় তখন যে প্রকার সে উল্লসিত হয়ে ওঠে, সেটাই দেখা গেলো আমাদের দুই কিশোরীর সদ্য প্রাপ্তমনষ্ক মননের আয়নায়... আহা... কি অপূর্ব বর্ণনা এঁকে দিয়ে গেলে বাবান... তথাকথিত 'ভালো' মেয়ের মনের মধ্যে গড়ে উঠতে থাকা নষ্টামীর বীজ বপন হয়ে গিয়েছে, এখন আর তার মনের মধ্যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা উচিত আর কোনটা অনুচিত, এই বিচার করার মননটাই সম্পূর্ণরূপে নষ্টামীর কুজ্ঝটিকায় আবৃত... এখন সদ্য জানতে পারা সেই গুপ্ত রহস্যটাকে আরো নতুন করে চেনার ইচ্ছায় মনের মধ্যে প্রবল আকুলতা... ঘটনাটাকে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখেছ বলে যেন ঘটনাটা আরো বেশি করে মনের মধ্যে দাগ কেটে যায়...
আহ্হ্হঃ এমন অসাধারণ মতামত পেলে মনে হয় লেখার পাগলামিতে সফলতা এসেছে। আগেও বলেছি লেখকের চিন্তা ও উদ্দেশ্য যখন পাঠক সঠিক ভাবে বুঝতে পারেন ও সেই অনুযায়ী উপভোগ করে প্রতিটা লাইন তখন অনেক বেশি মজা পাওয়া যায়, সাথে হয়তো একটা মূল্যবোধ নিয়ে চিন্তাও দেখা দেয় কিছু লাইন পড়লে। আর যখন সম্পূর্ণ পর্ব পড়া ও অনুভব করার পর মতামত বেরিয়ে আসে তাদের হাত থেকে.... সেগুলো অদ্ভুত রহস্যময়। যেগুলো পড়লে লেখকের ভেতর আজব একটা উত্তেজনা বৃদ্ধি পায় যা হয়তো লেখার সময়ও উপলব্ধি করা সম্ভব নয়!
অনেক ধন্যবাদ ❤