30-07-2022, 12:01 PM
(29-07-2022, 05:18 PM)bourses Wrote: বাহ! হটাৎ করেই একটা সুন্দর সম্পর্ক তৈরী করে ফেললে তো বেশ!... এটা বোধহয় একটা নারীর পক্ষেই সম্ভব... বেশ কিছুদিন ধরেই ভেবেছি আমি, সকলে যেমন দিদি দিদি করে তোমায়, আমার সেটা বলতে গিয়ে একটু কুন্ঠা জাগছিল, অস্বীকার করবো না, কিন্তু এত সাবলিলতায় সেই সংকোচ দূর করে দিলে সেটা দেখে সত্যিই ভিষন ভালো লাগলো... তাই আর আপনি না সরাসরি 'তুমি' সম্বোধনেই চলে এলাম কোন অনুমতি ব্যতিরেকেই...
বেশ করেছেন তুমি বলেছেন। হ্যাঁ জীবনের একটা বড় সময় আমি রিজার্ভ ছিলাম। এখন সেটা কেটে গেছে বলতে পারেন।