29-07-2022, 09:13 PM
(29-07-2022, 08:54 PM)nextpage Wrote: আপনার গল্পের সবচেয়ে ভালো দিক হলো এখন পর্যন্ত সেটা বাস্তবের আবহ টা ধরে রেখেছে।
ছোট ছেট মূহুর্ত সেই সাথে খুনসুটি বেশ উপভোগ্য।
সেই সাথে আজকের পর্বের হোটেলের ভিতরের দৃশ্যটা দারুন ভাবে তুলে ধরেছেন, অতি আধনিক সমাজ ব্যবস্থা সেখানে রুরাল থেকে উঠে আসা একটা মেয়ের মানসিক অনুভূতি আর সেই সাথে তার স্বামীর সাথে গড়ে উঠা বুঝাপড়া।
চলতে থাকুক।
মাটির সাথে মিশে থাকা মানুষ আমি ! তাই তো মাটির মতোই কথা বলি ! যেদিন আকাশে উড়বো সেদিন হয়তো আর মাটির কথা বলতে পারবো না ! অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য আর উৎসাহে উৎসাহে আমাকে অনুপ্রেরিনত করার জন্য ! এই ভাবেই সাথে থাকুন !