29-07-2022, 06:36 PM
(29-07-2022, 01:48 PM)Bumba_1 Wrote: ব্রাভো ব্রাভো .. দুর্দান্ত বিশ্লেষণ করেছো এবং চোখে আঙুল দিয়ে ঠিক তাকে ঠিক এবং ভুলটাকে ভুল ধরিয়ে দিয়েছো। এইরকম পরিণতমনস্ক পাঠক পেলে লেখকের লেখনীর অনেক উন্নতি সম্ভব।
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ যেন কিছু মনে না করে। দেখো একটা কথা বলি, তোমার মতো দু-চারজন পরিণত মনস্ক এবং বুদ্ধিদীপ্ত পাঠক আমি অবশ্যই পেয়েছি। কিন্তু আমার ইরোটিক গল্পগুলোকে প্রধানত সুপারহিট করায় সেইসব মানসিকতার পাঠক, যারা এই ফোরামে আসে শুধুমাত্র পরিবার, পরকীয়া, প্রতারণা, পরবর্তীতে চক্রান্তের শিকার এবং অপরের ভোগ্যবস্তুতে পরিণত হওয়া, সবশেষে ঘুরে দাঁড়িয়ে দুষ্টের দমন এবং শিষ্টের পালন ... এই ধরনের গল্প পড়তে আসে। আর এটাকে আমি এই বছর দেড়েকের মধ্যে একপ্রকার নিজের ঘরানায় পরিণত করেছি। পাবলিক বুঝে গেছে এই ধরনের গল্প পড়তে গেলে বুম্বাদার থ্রেডে আসতে হবে। তাই সেই সমস্ত পাঠকদের উত্তেজিত করতে গিয়ে কিছু মাশালা শব্দ বা সস্তার শব্দ ব্যবহার করে থাকি। যেখানে পরবর্তীতে শিকারি যখন শিকার করে সেক্ষেত্রে যাতে আমার অজুহাত দিতে বা বিশ্লেষণ করতে সুবিধা হয়। এক্ষেত্রেও মৌমিতার ক্ষেত্রে লোভী শব্দটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি এটা জেনেও যে এটা ওর মত মেয়ের জন্য একদমই যথার্থ নয়। বরং তুমি যে ভালোবাসার কাঙাল এই শব্দবন্ধ ব্যবহার করেছো, সেটাই যথার্থ। সঙ্গে থাকো আর পড়তে থাকো
bahut jaan hai