29-07-2022, 03:32 PM
(29-07-2022, 02:55 PM)bourses Wrote: এতদিন পর এত মন্তব্য পড়ার পরে সত্যি বলছি আমার আলাদা করে কিছুই বলার রইলো না... শুধু এই টুকুই বলতে পারি, এই ধরনের কল্পবিজ্ঞান যাঁর মাথা থেকে বেরুতে পারে, তিনি আমাদের মত ছোট খাটো অ্যামেচারিস্ট লেখকদের অনেক উর্ধে... সেই লেখিকাকে আমার শতকোটি সন্মানমা... (কোটি বললাম আবার, ইডি না দেখে অন্য কিছু ভেবে বসে)... শুধু আমাদের বাংলা কেন, এখানে অন্য কোন ভাষাতেও এই ধরণের বা এই উচ্চতার কোন কল্পবিজ্ঞান একটি চটি সাইটে পোস্ট হতে পারে, সেটাই অকল্পনীয়... আমি তো এটাই পরামর্শ দিতে পারি যে এই গল্পটি যদি আন্তর্জাতিক কোন ভাষায় অনুবাদিত হয়ে প্রকাশ পায়, সেখানেও এটি একটি অমূল্য কির্তি রূপে গণ্য হবেই হবে...
বাপরে বাপ। বড্ড ভালোবাসেন এই বোন কে। আপনাকেই এখানে আমি দাদা বলি জানেন কি? বস্তুত অনেক ভাই এর মাঝে একটি দাদার দরকার পরে মাঝে মাঝে। যদিও ভাই কটি এক একটা যন্ত্র। লাভড দেম।
হ্যাঁ এখন আর বেশী কোটি টা উল্লেখ করবেন না। কি জানি ইডি কি করবে তারপরে।