29-07-2022, 03:23 PM
(29-07-2022, 01:40 PM)Jupiter10 Wrote: "মা হলেও নারী" এবং "তৃপ্তির তৃপ্তি" ব্যর্থ হলে ওই গল্প গুলোকে কপি করে আরও ভিন্ন ধরণের গল্প লিখে ভিন্ন লেখকরা কেন বাহবা পেলো? আসল কারণ হল ওই গল্প গুলো এক একটা ট্রেড সেটারস। যে কোন লেখক (আমি নিজেই) ওই গল্প গুলো প্রথমে পড়ে নিজের মত করে লেখেন। কারণ বাস্তবে মা ছেলের গল্প কেমন হবে তাদের মধ্যেকার সম্বন্ধ, রসায়ন, বার্তালাপ কেমন হবে সেগুলো ওই গল্প থেকেই লেখকরা শিখতে পারবেন।
ওই গল্প গুলো ধর তক্তা মার প্রেক ধরণের নয় যে যা খুশি লিখে দেওয়া হয়েছে। তৃপ্তির চরিত্রের বিভিন্ন পর্যায়কে তুলে ধরা হয়েছে। আপনার লেখার মাধ্যমে সেই চরিত্র গুলো জীবিত হয়েছে। আমি এখনও পড়ে অভিভূত হই। ওই লেখা গুলো থেকে অনেক কিছু শেখার আছে।
নারীর মননশীলতা, তাদের আচরণ সব কিছুই নিখুঁত রূপে ফুটিয়ে তোলা হয়েছে। এমন নয় যে সেক্স এ ভরপুর। ঘটনা বহুল উপন্যাস ওই গুলো। যেমন ঘটনা আছে। তেমন যৌনতাও আছে। মানুষের আবেগ আছে। পড়লে একটা বাস্তবিক জগতের অনুভুতি হয়।
সুতরাং কেউ যদি বলেন যে লেখিকা ব্যর্থ হয়েছেন তাহলে ভুল বলবেন।
আপনারও এতে মন খারাপ করার কিছুই নেই কারণ গল্প উপন্যাসও শিল্পকলার মধ্যে পড়ে।
শিল্পকলার তিনটি গুণ আছে তাহলো ১। শিল্পকলাকে গ্রহণ করার মানসিকতা সবার মধ্যে থাকবে না। মানে সবার ভালো লাগবে সেটা হয় না। কারও খারাপও লাগতে পারে।
২। শিল্পকলার মধ্যে ত্রুটি থাকবে।
৩। শিল্পকলাকে আরও উৎকৃষ্ট করা যেতে পারে।
অনেকেই ভালো না লাগার পেছনে কারণ দেয়। সেক্ষেত্রে সেই কারণ জেনে নিজেকে সংশোধন করে নিলেই হয়।
শেষ কথা বলবো আমি পরামর্শ দিচ্ছি আপনি আপনার অযৌনমূলক গল্প গুলোকে https://bengali.pratilipi.com/ প্রতিলিপিতে প্রকাশিত করুন।
যেমন এখানে ধারাবাহিক ভাবে আপডেট দিয়েছেন। ঠিক সেই রকম ভাবে ওখানেও দিন। নিজের একটা আইডি খুলুন। এই নাম দিয়েই কারণ এই নাম অনেক মানুষের জানা।
আমি জানি আপনার লেখা সেখানে ভীষণ রূপে দাগ কাটবে।
নতুন গল্পের জন্য শুভ কামনা।
প্রতিলিপি তে সেমি ইরোটিক গল্প চলে জানতাম না। দেখব চেষ্টা করব একবার। দেখা যাক কি হয়। অনেক অনেক ধন্যবাদ জুপিটার।নাম ধরলাম কিন্তু। মনে হয় বয়সে ছোটই হবে তুমি আমার থেকে।