29-07-2022, 01:48 PM
(29-07-2022, 01:17 PM)nextpage Wrote: একটু দেরি হয়ে গেছে পড়তে। সত্য বলতে নন্দনা দির আপডেট পড়তে পড়তে বাকিগুলোর কথা ভুলেই গিয়েছিলাম।
দুঃস্বপ্ন গুলো কিন্তু খুব বাজে হয়, তবে গল্পের বা সিনেমার ভাষায় পূর্বের কৃত হওয়া কোন কাজ বা মানসিক ভাবে বিপর্যস্ত হওয়া যে ঘটনা গুলো আমাদের নিউরনে গেথে যায় সেগুলো বারবার প্রতিফলিত হতে থাকে। তাহলে তো সেই থিউরিতে ললিতা মামীর মৃত্যু কীভাবে হলো জেনেই গেলাম।
আর্থিক কষ্টে থাকা পরিবার গুলোর সন্তান বা তাদের মা বাবার মানসিক অবস্থা গুলো তুলে ধরলে গোগোল আর সুজাতার কথোপকথনে। সন্তান মা বাবাকে আরেকটু বেশি সময় কাছে চায় আর মা বাবা সন্তানের চাহিদা পূরণে একটু হাসি ফোটাতে একটু বেশি পরিশ্রমে দিনটা কাটিয়ে দেয়।
দুঃস্বপ্ন আরেকটা মৌমিতার জীবনে আসতে চলেছে, পূর্বের মতই নিশীথ বটব্যাল তার গুটি সাজানো শুরু করে দিয়েছে। তবে একটা কথা আছে, তুমিই বললে মৌমিতা বয়সের তুলনয় মানসিক দিক থেকে অপরিপক্ক সেই সাথে বাবা নেই আর মায়ের স্নেহ বঞ্চিত তেমন একটা ভালো বন্ডিং নেই আর বন্ধু বান্ধব ও তেমন নেই। সেই ক্ষেত্রে ওকে লোভী বলাটা কেমন একটু কানে বাজে। আমার মতে এমন পরিস্থিতির শিকার কিশোর কিশোরীরা একটু সহানুভূতি বা ফ্রেন্ডলি কথা বার্তার মানুষের কাঙাল হয়। কেউ একটু হেসে ভালো করে কথা বললেই তাকে বিশ্বাস করতে শুরু করে, আর যেহেতু আর্থিক দিকটা মাথায় গেথে থাকে সে কারণে অন্য অনেকের অনেক কিছু পেতে দেখে সেটার জন্য মনে একটা সফট কর্নার তৈরী হয় সেটা পাবার আকাঙ্খা জাগে সেটাকে সেই অর্থে লোভী বলা টা মনে হয় ঠিক না। কারণ স্বপ্নাও লোভী ছিল ললিতা মামীও লোভী ছিল কিন্তু তারা কিন্তু মানসিক দিক থেকে পরিপক্ক যদিও আর্থিক অসচ্ছলতাটা বড় কারণ।
ব্রাভো ব্রাভো .. দুর্দান্ত বিশ্লেষণ করেছো এবং চোখে আঙুল দিয়ে ঠিক তাকে ঠিক এবং ভুলটাকে ভুল ধরিয়ে দিয়েছো। এইরকম পরিণতমনস্ক পাঠক পেলে লেখকের লেখনীর অনেক উন্নতি সম্ভব।
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ যেন কিছু মনে না করে। দেখো একটা কথা বলি, তোমার মতো দু-চারজন পরিণত মনস্ক এবং বুদ্ধিদীপ্ত পাঠক আমি অবশ্যই পেয়েছি। কিন্তু আমার ইরোটিক গল্পগুলোকে প্রধানত সুপারহিট করায় সেইসব মানসিকতার পাঠক, যারা এই ফোরামে আসে শুধুমাত্র পরিবার, পরকীয়া, প্রতারণা, পরবর্তীতে চক্রান্তের শিকার এবং অপরের ভোগ্যবস্তুতে পরিণত হওয়া, সবশেষে ঘুরে দাঁড়িয়ে দুষ্টের দমন এবং শিষ্টের পালন ... এই ধরনের গল্প পড়তে আসে। আর এটাকে আমি এই বছর দেড়েকের মধ্যে একপ্রকার নিজের ঘরানায় পরিণত করেছি। পাবলিক বুঝে গেছে এই ধরনের গল্প পড়তে গেলে বুম্বাদার থ্রেডে আসতে হবে। তাই সেই সমস্ত পাঠকদের উত্তেজিত করতে গিয়ে কিছু মাশালা শব্দ বা সস্তার শব্দ ব্যবহার করে থাকি। যেখানে পরবর্তীতে শিকারি যখন শিকার করে সেক্ষেত্রে যাতে আমার অজুহাত দিতে বা বিশ্লেষণ করতে সুবিধা হয়। এক্ষেত্রেও মৌমিতার ক্ষেত্রে লোভী শব্দটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি এটা জেনেও যে এটা ওর মত মেয়ের জন্য একদমই যথার্থ নয়। বরং তুমি যে ভালোবাসার কাঙাল এই শব্দবন্ধ ব্যবহার করেছো, সেটাই যথার্থ। সঙ্গে থাকো আর পড়তে থাকো