29-07-2022, 01:17 PM
একটু দেরি হয়ে গেছে পড়তে। সত্য বলতে নন্দনা দির আপডেট পড়তে পড়তে বাকিগুলোর কথা ভুলেই গিয়েছিলাম।
দুঃস্বপ্ন গুলো কিন্তু খুব বাজে হয়, তবে গল্পের বা সিনেমার ভাষায় পূর্বের কৃত হওয়া কোন কাজ বা মানসিক ভাবে বিপর্যস্ত হওয়া যে ঘটনা গুলো আমাদের নিউরনে গেথে যায় সেগুলো বারবার প্রতিফলিত হতে থাকে। তাহলে তো সেই থিউরিতে ললিতা মামীর মৃত্যু কীভাবে হলো জেনেই গেলাম।
আর্থিক কষ্টে থাকা পরিবার গুলোর সন্তান বা তাদের মা বাবার মানসিক অবস্থা গুলো তুলে ধরলে গোগোল আর সুজাতার কথোপকথনে। সন্তান মা বাবাকে আরেকটু বেশি সময় কাছে চায় আর মা বাবা সন্তানের চাহিদা পূরণে একটু হাসি ফোটাতে একটু বেশি পরিশ্রমে দিনটা কাটিয়ে দেয়।
দুঃস্বপ্ন আরেকটা মৌমিতার জীবনে আসতে চলেছে, পূর্বের মতই নিশীথ বটব্যাল তার গুটি সাজানো শুরু করে দিয়েছে। তবে একটা কথা আছে, তুমিই বললে মৌমিতা বয়সের তুলনয় মানসিক দিক থেকে অপরিপক্ক সেই সাথে বাবা নেই আর মায়ের স্নেহ বঞ্চিত তেমন একটা ভালো বন্ডিং নেই আর বন্ধু বান্ধব ও তেমন নেই। সেই ক্ষেত্রে ওকে লোভী বলাটা কেমন একটু কানে বাজে। আমার মতে এমন পরিস্থিতির শিকার কিশোর কিশোরীরা একটু সহানুভূতি বা ফ্রেন্ডলি কথা বার্তার মানুষের কাঙাল হয়। কেউ একটু হেসে ভালো করে কথা বললেই তাকে বিশ্বাস করতে শুরু করে, আর যেহেতু আর্থিক দিকটা মাথায় গেথে থাকে সে কারণে অন্য অনেকের অনেক কিছু পেতে দেখে সেটার জন্য মনে একটা সফট কর্নার তৈরী হয় সেটা পাবার আকাঙ্খা জাগে সেটাকে সেই অর্থে লোভী বলা টা মনে হয় ঠিক না। কারণ স্বপ্নাও লোভী ছিল ললিতা মামীও লোভী ছিল কিন্তু তারা কিন্তু মানসিক দিক থেকে পরিপক্ক যদিও আর্থিক অসচ্ছলতাটা বড় কারণ।
দুঃস্বপ্ন গুলো কিন্তু খুব বাজে হয়, তবে গল্পের বা সিনেমার ভাষায় পূর্বের কৃত হওয়া কোন কাজ বা মানসিক ভাবে বিপর্যস্ত হওয়া যে ঘটনা গুলো আমাদের নিউরনে গেথে যায় সেগুলো বারবার প্রতিফলিত হতে থাকে। তাহলে তো সেই থিউরিতে ললিতা মামীর মৃত্যু কীভাবে হলো জেনেই গেলাম।
আর্থিক কষ্টে থাকা পরিবার গুলোর সন্তান বা তাদের মা বাবার মানসিক অবস্থা গুলো তুলে ধরলে গোগোল আর সুজাতার কথোপকথনে। সন্তান মা বাবাকে আরেকটু বেশি সময় কাছে চায় আর মা বাবা সন্তানের চাহিদা পূরণে একটু হাসি ফোটাতে একটু বেশি পরিশ্রমে দিনটা কাটিয়ে দেয়।
দুঃস্বপ্ন আরেকটা মৌমিতার জীবনে আসতে চলেছে, পূর্বের মতই নিশীথ বটব্যাল তার গুটি সাজানো শুরু করে দিয়েছে। তবে একটা কথা আছে, তুমিই বললে মৌমিতা বয়সের তুলনয় মানসিক দিক থেকে অপরিপক্ক সেই সাথে বাবা নেই আর মায়ের স্নেহ বঞ্চিত তেমন একটা ভালো বন্ডিং নেই আর বন্ধু বান্ধব ও তেমন নেই। সেই ক্ষেত্রে ওকে লোভী বলাটা কেমন একটু কানে বাজে। আমার মতে এমন পরিস্থিতির শিকার কিশোর কিশোরীরা একটু সহানুভূতি বা ফ্রেন্ডলি কথা বার্তার মানুষের কাঙাল হয়। কেউ একটু হেসে ভালো করে কথা বললেই তাকে বিশ্বাস করতে শুরু করে, আর যেহেতু আর্থিক দিকটা মাথায় গেথে থাকে সে কারণে অন্য অনেকের অনেক কিছু পেতে দেখে সেটার জন্য মনে একটা সফট কর্নার তৈরী হয় সেটা পাবার আকাঙ্খা জাগে সেটাকে সেই অর্থে লোভী বলা টা মনে হয় ঠিক না। কারণ স্বপ্নাও লোভী ছিল ললিতা মামীও লোভী ছিল কিন্তু তারা কিন্তু মানসিক দিক থেকে পরিপক্ক যদিও আর্থিক অসচ্ছলতাটা বড় কারণ।

দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
